Realme GT 7T: আসছে ৭০০০mAh ব্যাটারির দানব, লঞ্চের আগেই দাম ফাঁস

জনপ্রিয় টেক ব্র্যান্ড রিয়েলমি তাদের জিটি সিরিজের নতুন স্মার্টফোন Realme GT 7T আগামী ২৭ মে ভারতের বাজারে এবং গ্লোবালি লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এর বিভিন্ন ফিচার সামনে এসেছে। সম্প্রতি আবার ফোনটির রিটেইল বক্সের ছবি ফাঁস হয়েছে, যার ফলে এর সম্ভাব্য দাম সামনে এসেছে। জানা গেছে, Realme GT 7T হল কোম্পানির প্রথম ফোন যেখানে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
Realme GT 7T এর সম্ভাব্য দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
টিপস্টার অভিষেক যাদবের মতে, রিয়েলমি জিটি ৭টি এর বেস মডেল অর্থাৎ ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্সের গায়ে দাম লেখা আছে ৩৪,৯৯৯ টাকা। এছাড়া, ১২ জিবি/২৫৬ জিবি ও ১২ জিবি/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকা রাখা হবে। তবে, লঞ্চ অফার বা ডিসকাউন্ট সহ এটি অ্যামাজন থেকে আরও কম মূল্যে বিক্রি হবে।
Realme GT 7T এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি জিটি ৭টি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স চিপসেট। এটি সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
রিয়েলমি জিটি ৭টি ফোনটি ৬.৮ ইঞ্চি AMOLED প্যানেল সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫ কে রেজোলিউশন (২৮০০ x ১২৮০ পিক্সেল) সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিনে চলবে।
জানিয়ে রাখি, ২৭ মে ইভেন্টে Realme GT 7T এর সাথে Realme Buds Air 7 Pro লঞ্চ হবে। এই বাডস অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ১১মিমি+৬মিমি ডুয়েল ড্রাইভার এবং AI লাইভ ট্রান্সলেটরের মতো আধুনিক ফিচারসহ আসবে। এটি মাত্র ১০ মিনিট চার্জেই ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে।