মোবাইল

মিড রেঞ্জে আগুন ঝরাবে Realme GT 7T, ৮ জিবি র‌্যাম সহ থাকবে NFC সাপোর্ট

Published on:

Realme GT 7T to feature 8gb ram and nfc support launch soon

রিয়েলমি গত মে মাসে Realme GT 6T লঞ্চ করেছিল এবং এখন তার উত্তরসূরি হিসেবে Realme GT 7T এর উপর কাজ করছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে ফোনটি। যদিও এর লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি, তবে ডিভাইসটির ফিচার সম্প্রতি ফাঁস হয়েছে। 91mobiles তাদের প্রতিবেদনে জানিয়েছে যে Realme GT 7T হ্যান্ডসেটটি ৮ জিবি র‌্যাম এবং এনএফসি সাপোর্টের সাথে আসবে।

এছাড়া রিয়েলমির এই ডিভাইসের একটি ব্লু কালার ভ্যারিয়েন্টে থাকবে। যদিও ফোনটি আরও কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে আশা করা যায়।অতিরিক্তভাবে এতে এনএফসি সাপোর্ট করবে, যা কন্টাক্টলেস পেমেন্টের সুবিধা দেবে।

আপাতত হ্যান্ডসেটটি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে রিয়েলমি ব্র্যান্ডের রীতি অনুযায়ী আমরা আশা করতে পারি যে রিয়েলমি জিটি ৭টি আকর্ষণীয় মূল্যে দুর্দান্ত হার্ডওয়্যার এবং ফিচার অফার করবে। রিয়েলমি এখনও ভারত বা চীনে এর লঞ্চের বিষয়টি নিশ্চিত করেনি। আসুন আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন জানতে এর পূর্বসূরি মডেলের বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক।

Realme GT 6T এর ফিচার

রিয়েলমি জিটি ৬টি একটি হাই পারফরম্যান্স স্মার্টফোন। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। এর রিয়ার ক্যামেরা সিস্টেমে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত, যা হল সনি এলওয়াইটি-৬০০ সেন্সর। এটি ৬০ এফপিএসে ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। আবার এই ফোনে আছে ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৫ সেন্সর উপস্থিত। এতে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে যার রেজোলিউশন ২৭৮০x১২৬৪ (1.5K)। রিয়েলমি জিটি ৬টি স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।