মোবাইল ফটোগ্রাফিতে বিপ্লব, Realme GT 8 Pro আসছে Ricoh GR ক্যামেরা টেকনোলজির সাথে

সম্প্রতি Realme সুপরিচিত ক্যামেরা অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা রিকো এর সাথে তাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুরু করার বিষয় ঘোষণা করেছে। চীনা ব্র্যান্ডটি জানিয়েছে যে, আসন্ন Realme GT 8 Pro ফোনটি রিকো ইমেজিংয়ের সাথে যৌথভাবে তৈরি একটি ক্যামেরা সিস্টেমের সাথে আসবে। এটি রিকোর বিখ্যাত ‘GR Series’ প্রযুক্তির প্রথম ইন্টিগ্রেশন, যা Realme GT 8 Pro মডেলে এর সিগনেচার ইমেজিং ফিচারগুলি নিয়ে আসবে। হ্যান্ডসেটটিতে বদল করা যাবে এমন একটি রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আসন্ন ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

Realme GT 8 Pro আসছে Ricoh Imaging সাপোর্টেড ক্যামেরা সেটআপের সাথে

রিয়েলমি তাদের একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, রিকো ইমেজিংয়ের সাথে পার্টনারশিপে তৈরি Relame GT 8 Pro ফোনটি উচ্চ-মানের এবং ফ্লেক্সিবল ফটোগ্রাফির জন্য ডিজাইন করা একটি নতুন ক্যামেরা সিস্টেমের সাথে আসবে। এতে আল্ট্রা-হাই ট্রান্সপারেন্সি লেন্স গ্রুপ থাকবে যা রিকো জিআর অপটিক্যাল স্ট্যান্ডার্ড পূরণ করবে বলে জানা গেছে।

এই স্মার্টফোনে থাকবে রিকো জিআর মোড, যা ফাস্ট-স্টার্ট ইন্টারফেস, সিগনেচার জিআর শাটার ক্লিক সাউন্ড, স্ন্যাপ মোড ফোকাস প্রিসেট এবং অধিক ব্যবহৃত ফোকাল লেন্থ অফার করবে, এগুলো হল – ওয়াইড শটের জন্য ২৮ মিলিমিটার এবং কাছের ও ডিটেইলড ছবির জন্য ৪০ মিলিমিটার।

Realme GT 8 Pro মডেলে স্ট্যান্ডার্ড, পজিটিভ ফিল্ম, নেগেটিভ ফিল্ম, মনোটোন এবং হাই-কনট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট-এর মতো পাঁচটি ক্লাসিক রিকো জিআর টোনও অন্তর্ভুক্ত থাকবে। কোম্পানি জানিয়েছে যে, ইউজাররা কাস্টমাইজড টোন ফিচারের মাধ্যমে এই টোনগুলিকে আরও কাস্টমাইজ করতে সক্ষম হবেন ও তাদের স্টাইলের সাথে মিলিয়ে এফেক্টগুলি অ্যাডজাস্ট করতে পারবেন।

আশা করা হচ্ছে যে, এই বিশেষ ক্যামেরা সেটআপ থেকে সাধারণ ব্যবহারকারী এবং ফটোগ্রাফি প্রেমী – উভয়ই পেশাদার ফটোগ্রাফির স্বাদ পাবেন। অন্যান্য ফিচারগুলির মধ্যে থাকবে জিআর-স্টাইল ওয়াটারমার্ক, জিআর লেবেল সহ ডেডিকেটেড অ্যালবাম এবং অন্যদের সাথে টোন সেটিংস শেয়ার করে নেওয়ার ক্ষমতা।

Realme GT 8 Pro এর অন্যান্য ফিচার

রিয়েলমি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, Realme GT 8 Pro হ্যান্ডসেটে কোয়ালকম-এর লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ২কে ১০ বিট এলটিপিও বিওই ফ্ল্যাট ওলেড ডিসপ্লে থাকবে। এতে ২০০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চির Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো লেন্সও মিলবে। ক্যামেরা ইউনিটগুলি স্থায়ী হলেও, ব্যবহারকারীরা রিকো-ডিজাইন করা বেশ কয়েকটি বিকল্পের সাহায্যে ক্যামেরা আইল্যান্ডের আকার এবং লুক পরিবর্তন করতে পারবেন।

জানিয়ে রাখি, Realme GT 8 Pro ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল ১/১.৪ ইঞ্চির Sony LYT-808 প্রাইমারি সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে এবং এতে ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড লেন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৯ (IP69) রেটিং, নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি আরও ভাল হ্যাপটিক্স এবং উন্নত স্পিকার অফার করতে চলেছে।