Realme GT 8 ও GT 8 Pro অক্টোবরে লঞ্চ হচ্ছে, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে 7000mAh ব্যাটারি

আগামী অক্টোবরে বাজারে আসতে চলেছে Realme GT 8 সিরিজ। এটি গত বছরের GT 7 সিরিজের উত্তরসূরি হবে। ইতিমধ্যেই জানা গেছে যে, এই সিরিজে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। আর শুরুতে, এই সিরিজের অধীনে দুটি মডেল লঞ্চ হবে। আজ আবার Realme GT 8 সিরিজের ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হল।

Realme GT 8 সিরিজের ডিসপ্লে এবং চিপসেট

টিপস্টার সুধাংশু অম্ভোরে দাবি করেছেন যে, Realme GT 8 সিরিজে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে – Realme GT 8 ও Realme GT 8 Pro। এগুলিতে ২কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর।

ক্যামেরা ও ব্যাটারি

রিয়েলমি জিটি ৮ ও জিটি ৮ প্রো মডেলে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। টিপস্টার জানিয়েছেন যে, এগুলি কোম্পানির সবচেয়ে উন্নত ফ্ল্যাগশিপ মডেল হতে চলেছে। আর বেস মডেলে দেওয়া হবে ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মেটাল ফ্রেম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Realme GT 8 সিরিজ শীঘ্রই লঞ্চ হচ্ছে

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেস জু এবং ভিপি ওয়াং ওয়ে সম্প্রতি জানিয়েছেন, GT 8 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। মনে করা হচ্ছে, অক্টোবরেই GT 8 এবং GT 8 Pro ফোন দুটি একসাথে লঞ্চ হবে। যেখানে গতবছর বেস ও প্রো মডেল আলাদা আলাদা সময়ে এসেছিল। আর আপকামিং মডেলগুলি প্রথমে চীনে এরপর অন্যান্য দেশে পাওয়া যাবে।