আগামী অক্টোবরে বাজারে আসতে চলেছে Realme GT 8 সিরিজ। এটি গত বছরের GT 7 সিরিজের উত্তরসূরি হবে। ইতিমধ্যেই জানা গেছে যে, এই সিরিজে কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে। আর শুরুতে, এই সিরিজের অধীনে দুটি মডেল লঞ্চ হবে। আজ আবার Realme GT 8 সিরিজের ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি এবং ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হল।
টিপস্টার সুধাংশু অম্ভোরে দাবি করেছেন যে, Realme GT 8 সিরিজে দুটি ফোন অন্তর্ভুক্ত থাকবে – Realme GT 8 ও Realme GT 8 Pro। এগুলিতে ২কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর।
রিয়েলমি জিটি ৮ ও জিটি ৮ প্রো মডেলে ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। টিপস্টার জানিয়েছেন যে, এগুলি কোম্পানির সবচেয়ে উন্নত ফ্ল্যাগশিপ মডেল হতে চলেছে। আর বেস মডেলে দেওয়া হবে ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মেটাল ফ্রেম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেস জু এবং ভিপি ওয়াং ওয়ে সম্প্রতি জানিয়েছেন, GT 8 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। মনে করা হচ্ছে, অক্টোবরেই GT 8 এবং GT 8 Pro ফোন দুটি একসাথে লঞ্চ হবে। যেখানে গতবছর বেস ও প্রো মডেল আলাদা আলাদা সময়ে এসেছিল। আর আপকামিং মডেলগুলি প্রথমে চীনে এরপর অন্যান্য দেশে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.