Realme GT 8 Pro ফোনে বড়সড় চমক, থাকবে সোয়াপেবল ক্যামেরা সিস্টেম

রিয়েলমি বর্তমানে তাদের Realme GT 8 সিরিজের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই লাইনআপকে ঘিরে নানা জল্পনা শোনা যাচ্ছে। এমাসের শুরুর দিকে একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Realme GT 8 Pro মডেলে একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। তবে পরে সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি ছবি শেয়ার করেন, যা ফোনটির ক্যামেরা আইল্যান্ডের জন্য কিছুটা ভিন্ন ডিজাইন প্রকাশ করেছে। আর আজ, কোম্পানি Realme GT 8 Pro-কে ঘিরে তৈরি হওয়া জল্পনা দূর করে নিশ্চিত করেছে যে এটিতে সোয়াপেবল ক্যামেরা সিস্টেম থাকবে।

Realme GT 8 Pro ফোনে থাকবে কাস্টমাইজেবল ক্যামেরা মডিউল

অফিসিয়াল টিজার অনুসারে, Realme GT 8 Pro ফোনে একটি ডিটাচেবল ক্যামেরা মডিউল থাকবে, যা ব্যবহারকারীরা অদলবদল বা পুনর্বিন্যাস করতে পারবেন। রিয়েলমি তাদের প্রিভিউ ভিডিওতে তিনটি ভিন্ন আকার দেখিয়েছে, যারমধ্যে আছে গোলাকার ডিজাইন, বর্গাকার বিকল্প এবং অপ্রচলিত “রোবট-অনুপ্রাণিত” ভার্সন।

এই নতুন পদ্ধতিটি সাধারণ বৃত্তাকার বা আয়তক্ষেত্রাকার ক্যামেরা কাট-আউটগুলির থেকে এগিয়ে। এর পাশাপাশি, Realme GT 8 Pro হ্যান্ডসেটে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার থাকবে যা “আলঃ নামেও পরিচিত। তবে ডিভাইসের অন্যান্য ক্যামেরা সেন্সরগুলি সম্পর্কে কোনও তথ্য এখনও উপলব্ধ নেই।

Realme GT 8 Pro এর অন্যান্য ফিচার

এছাড়া Realme GT 8 Pro মডেলে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ২কে অ্যামোলেড স্ক্রিন থাকবে, যা বিওই (BOE) এর সাথে যৌথভাবে তৈরি। এতে হাই ব্রাইটনেস এবং চোখের সুরক্ষার জন্য কিউ১০+ উপস্থিত। ব্র্যান্ডের তরফে প্রকাশ করা হয়েছে যে, ফোনে ৪,০০০ নিট পিক ব্রাইটনেস লেভেল মিলবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দ্বারা চালিত হবে। এতছ রিয়েলমির ডেডিকেটেড আর১ (R1) ডিসপ্লে চিপও ব্যবহার করা যাবে।

Realme GT 8 Pro ফোনে ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটির অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে পাওয়া যাবে স্টেরিও স্পিকার, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ৩ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।