মোবাইল

পড়লেও ভাঙবে না, সস্তায় লোহার মতো শক্ত বডির সঙ্গে লঞ্চ হল Realme V70 এবং V70s

সুমন পাত্র, কলকাতা: Realme V70 5G সিরিজ চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে দুটি স্মার্টফোন এসেছে – Realme V70 এবং ... Read more

Published on:

realme launches v70 and v70s in china

সুমন পাত্র, কলকাতা: Realme V70 5G সিরিজ চুপিচুপি লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে দুটি স্মার্টফোন এসেছে – Realme V70 এবং V70s। উভয় মডেলেই স্লিম ও স্টাইলিশ ডিজাইন রয়েছে। ড্যুরাবিলিটি, পারফরম্যান্স, এবং দৈনন্দিন ব্যবহারিকতার উপর জোর দিয়ে নতুন মডেল দুটি বানিয়েছে রিয়েলমি। মিলিটারি গ্রেড ড্রপ রেজিট্যান্স, বিশাল লাউড স্পিকার, IP64 রেটিং-এর মতো বৈশিষ্ট্য মিলবে। ফোনগুলি এখন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে স্পেসিফিকেশন ও দামের সাথে লিস্টেড হয়েছে।

Realme V70 ও V70s: স্পেসিফিকেশন ও ফিচার্স

Realme V70 এবং V70s উভয় ফোনে ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। দুটি ফোনেই ফুল ডিসি ডিমিং সুবিধা রয়েছে যা দীর্ঘক্ষণ ব্যবহারের সময় ফ্লিকার কমিয়ে চোখ সুরক্ষিত রাখে। ডিসপ্লেতে অ্যাডাপ্টিভ কালার টেম্পারেচার কন্ট্রোল ও একাধিক আই-কেয়ার মোড আছে, গেম খেলা, পড়াশোনা করা, ও ভিডিয়ো দেখার সময় চোখকে আরাম দেয়। ভেজা বা তৈলাক্ত হাতেও টাচ কাজ করবে।

Realme V70 মডেলটি Dimensity 6300 5G প্রসেসর দ্বারা চালিত। অন্যদিকে V70s মিডিয়াটেকেরই তৈরি Dimensity 6100+ 5G চিপসেটের সাথে এসেছে। দুটি ফোনই ১৬ জিবি পর্যন্ত র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ভার্চুয়াল) সমর্থন করে। ইন্টারনাল স্টোরেজ মিলবে ২৫৬ জিবি। দুই ফোনেই Android নির্ভর Realme UI 6.0 কাস্টম স্কিন রয়েছে।

Realme V70 ও V70s উভয় একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক AI ক্যামেরা অফার করে। তবে ক্যামেরা সেটআপের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ হয়নি। দুই ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করেছে, এটি ১০ ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও প্লেব্যাক, ৩৮ ঘন্টা টকটাইম এবং প্রায় ৮০ ঘন্টা মিউজিক প্লেব্যাক করতে পারে। উন্নত স্থায়িত্বের জন্য মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, শক্তিশালী কর্নার ও একটি প্রেসার-কাস্ট অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। এর ফলে ২ মিটার উপর থেকে পড়লেও কিছু হবে না।

Realme V70 ও V70s: দাম

Realme V70 এর দাম ১১৯৯ ইউয়ান থেকে শুরু, যা ৬ জিবি + ১২৮ জিবি বেস ভেরিয়েন্টের দাম। এটি ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,১৪০ টাকা। অন্যদিকে, V70s এর মূল্য ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৭০০ টাকা)। দুটি স্মার্টফোনই চীনে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড আছে। ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও ঘোষণা করা হয়নি।