১২ জিবি র‍্যাম ও দুর্দান্ত ক্যামেরার Realme Narzo 70 Turbo এখন ২০ হাজার টাকার কমে

আপনি যদি কম দামে নতুন কোনো ফিচার-প্যাকড স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে Realme Narzo 70 Turbo আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। এই ডিভাইসে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। বর্তমানে অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনটি সীমিত সময়ের অফারে বিশেষ ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে।

কম দামে কিনুন Realme Narzo 70 Turbo

রিয়েলমি নারজো ৭০ টার্বো ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৮ টাকা। তবে এর সাথে ১৫০০ টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে এটি আরও কমে কেনা যাবে। এছাড়াও, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে।

শুধু তাই নয়, অ্যামাজনের তরফ থেকে ৫৬৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং পুরনো ফোন এক্সচেঞ্জের করলে অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন এই এক্সচেঞ্জের মূল্য নির্ভর করবে আপনার পুরনো ফোনের ব্র্যান্ড, কন্ডিশন এবং অ্যামাজনের এক্সচেঞ্জ পলিসির উপর।

Realme Narzo 70 Turbo এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৭০ টার্বো ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল, পিক ব্রাইটনেস ২০০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষায় আছে পান্ডা গ্লাস প্রটেকশন উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি নারজো ৭০ টার্বো ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা‌ পাওয়া যাবে।

ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।