HMD Fusion 5G কিনলে বিনামূল্যে খেলা যাবে ৫০০ টির বেশি ক্লাউড গেম, সাথে ৫০০০ টাকা ডিসকাউন্ট

HMD ইন্ডিয়া ভারতীয় ব্যবহারকারীদের জন্য বড় চমক নিয়ে হাজির হচ্ছে। কয়েকদিন আগেই তারা এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিল। যা দেখে অনেকেরই মনে হয়েছিল যে, এটি HMD Fusion 5G ফোনের নতুন ভার্সন আনার খবর দিতেই শেয়ার করা হয়েছে। তবে এখন স্পষ্ট হয়েছে যে, পোস্টটি মোবাইল গেমারদের জন্য করা হয়েছিল।
HMD Fusion 5G ফোনে বিনামূল্যে খেলা যাবে গেম
আসলে ১৮ জুলাই ২০২৫ থেকে, HMD Fusion 5G স্মার্টফোনে ৫০০-টিরও বেশি ক্লাউড গেম যুক্ত হতে চলেছে। এই মুহূর্তে এই ফোনের সাথে ২ মাসের ফ্রি ক্লাউড গেমিং সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্যবহারকারীরা এই গেমগুলি শুরুতে একেবারে বিনামূল্যে খেলতে পারবেন। এরজন্য সংস্থাটি Blacknut Games-এর সঙ্গে হাত মিলিয়েছে।
HMD Fusion 5G এর সাথে তিনটি গেমিং আউটফিট পাওয়া যাবে – এইচএমডি গেমিং আউটফিট, ফ্ল্যাশি ইন্ডিগো আউটফিট ও ক্যাজুয়াল আউটফিট। HMD-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি কিনলে এই আউটফিটগুলি পাওয়া যাবে। আর স্মার্টফোনটি ২২,৯৯৯ টাকায় লঞ্চ হলেও, এটি এখন ১৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আপাতত এটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
HMD Fusion 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
পারফরম্যান্সের জন্য এইচএমডি ফিউশন ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে, এতে ২টি ওএস আপডেট পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি, যার রেজোলিউশন ৭২০ x ১৬১২ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৬০০ নিটস।
ফটোগ্রাফির জন্য এইচএমডি ফিউশন ৫জি হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।