রিয়েলমি আগামী 9 এপ্রিল নারজো সিরিজের দুটি নতুন স্মার্টফোন- Realme Narzo 80 Pro 5G এবং Realme Narzo 80x 5G লঞ্চ করতে চলেছে। তবে তার আগেই কোম্পানিটি এই ফোনগুলির দাম এবং সেলের তারিখ ঘোষণা করেছে। এর পাশাপাশি জানানো হয়েছে যে, স্টুডেন্টদের Narzo 80 Pro 5G এর সাথে 1,299 টাকার বিশেষ সুবিধা দেওয়া হবে। এর সাথে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এক বছরের স্ক্রীন ড্যামেজ প্রোটেকশনও পাওয়া যাবে। এই অফার 9 থেকে 18 এপ্রিল পর্যন্ত লাইভ থাকবে।
রিয়েলমি নারজো 80 প্রো 5G এর আর্লি বার্ড সেল অ্যামাজন এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে 9 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। এরপর 11 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যামাজন এবং রিয়েলমির ওয়েবসাইটে নারজো 80 প্রো 5G এবং নারজো 80x 5G এর লিমিটেড পিরিয়ড সেল শুরু হবে। দাম সম্পর্কে বললে, রিয়েলমি নারজো 80x 5G এর দাম 13 হাজার টাকার কম রাখা হবে। অন্যদিকে, নারজো 80 প্রো 5G এর দাম ২০ হাজার টাকার কম রাখা হবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 80 প্রো 5G সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা স্লিম ফোন হবে। প্রসেসরের হিসেবে এতে ডাইমেনসিটি 7400 চিপসেট থাকবে। এই ফোনের AnTuTu স্কোর 780K এর বেশি। এটি মাল্টিটাস্কিং এর জন্য একটি অসাধারণ ডিভাইস হবে। এতে সেগমেন্টের সবচেয়ে বড় 6050mm² VC কুলিং সিস্টেম থাকবে। রিয়েলমির এই ফোনে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের ডিসপ্লে 4500 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে।
রিয়েলমি নারজো 80x 5G এর কথা বললে, এই ফোন 6000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ আসবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 5G চিপসেট ব্যবহার করা হবে। ফোনটির ইউনিক স্পিডওয়েভ পেটেন্ট ডিজাইন খুব চমৎকার লুক দেবে। এটি মিলিটারি-গ্রেড শকরেজিস্ট্যান্সও সহ আসবে। রিয়েলমি নারজো সিরিজের এই নতুন ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ আই কমফোর্ট ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিভাইসে IP69 ওয়াটারপ্রুফ রেটিং থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.