নতুন রঙে হাজির Realme Narzo 80 Pro 5G স্মার্টফোন, কম দামে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা

রিয়েলমি আজ ভারতে নারজো সিরিজের নতুন মডেল Realme Narzo 80 Pro 5G-এর নতুন নাইট্রো অরেঞ্জ (Nitro Orange) কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। যদিও দাম বা ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি। এই ডিভাইসটি মূলত গেমিং ও উচ্চ পারফরম্যান্স চাহিদাসম্পন্ন ব্যবহারকারীদের জন্য তৈরি। Realme Narzo 80 Pro 5G মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে, ফলে এটি ধুলো, জল ও কঠিন পরিস্থিতিতেও ব্যবহার যোগ্য।

Realme Narzo 80 Pro 5G এর নাইট্রো অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টের দাম

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি-এর নাইট্রো অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট তিনটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২১,৪৯৯ টাকা এবং সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৩,৪৯৯ টাকা।

Realme Narzo 80 Pro 5G Nitro Orange

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি-এর নাইট্রো অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টের প্রথম সেল শুরু হবে ১ মে ২০২৫ থেকে। লঞ্চ অফারের অধীনে ফোনটি ২০০০ পর্যন্ত ছাড়ে কেনা যাবে। যার মধ্যে রয়েছে ১৫০০ টাকার কুপন ডিসকাউন্ট ও ৫০০ টাকার ব্যাঙ্ক অফার।

Realme Narzo 80 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ও সর্বোচ্চ ১৪ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম দেওয়া হয়েছে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ২টি অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবে।

এছাড়া Realme Narzo 80 Pro 5G হ্যান্ডসেটে IP66, IP68 ও IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত। ফটোগ্রাফির জন্য Realme Narzo 80 Pro 5G ফোনে ৫০ মেগাপিক্সেল IMX882 প্রাইমারি রিয়ার সেন্সর, ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা, এবং সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে রয়েছে এআই আল্ট্রা ক্ল্যারিটি ২.০, এআই স্ন্যাপ মোড ও এআই ইরেজার ২.০-এর মতো ফিচারও।