প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Realme Narzo 80x 5G। দামের তুলনায় এতে অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে। যারা 15,000 টাকার মধ্যে নতুন ফোন খোঁজ করছেন তারা Realme Narzo 80x বেছে নিতে পারেন। এতে নতুন চিপসেট, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা আছে। এতে 45W সুপারভুক চার্জিং সাপোর্টসহ 6,000mAh ব্যাটারি রয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
রিয়েলমি নারজো 80x 5জি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। আর 8GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা।
রিয়েলমি নারজো 80x 5জি-এর আর্লি বার্ড সেল আজ সন্ধ্যা 6:00 টা থেকে মধ্যরাত পর্যন্ত realme.com এবং অ্যামাজনে আয়োজন করা হবে। ডিভাইসটি ব্লু ওসান এবং সানলিট গোল্ড কালারে এসেছে।
রিয়েলমি নারজো 80x 5জি ফোনে 6.72 ইঞ্চি FHD+ 120Hz ডিসপ্লে আছে। এটি লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। এতে 10GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আছে। ডিভাইসটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।
Realme Narzo 80x 5G স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য পিছনে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা, এবং 2MP পোর্ট্রেট ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক One UI 5.0 কাস্টম স্কিনে চলে। এতে 45W সুপারভুক ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.