Realme Narzo সিরিজ আত্মপ্রকাশের পর থেকেই ভারতীয় ক্রেতাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলির তুলনায় এই লাইনআপের বিক্রিও চোখে পড়ার মতো। ফলে প্রতি বছর একাধিক নার্জো ব্র্যান্ডেড ফোন লঞ্চ করে থাকে তারা। এই বছরেও তার ব্যতীক্রম হচ্ছে না। লেটেস্ট Realme Narzo 80 সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই।
পূর্বসূরীদের মতো চলতি বছরেও Realme Narzo 80 সিরিজের অধীনে একাধিক মডেল ভারতে আসতে পারে। ইতিমধ্যেই Narzo 80 Pro/ 80 Ultra মডেলের মডেল নম্বর ফাঁস হয়েছে। আর এখন এই সিরিজের আরও একটি ফোন Realme Narzo 80x এর মেমরি, কালার অপশন এবং মডেল নম্বর প্রকাশ্যে চলে এসেছে।
৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, Realme Narzo 80x এর ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর হল RMX3944। মজার বিষয় হল, RMX3944 মডেল নম্বরটি সম্প্রতি লঞ্চ হওয়া Realme P3x-এর সাথেও যুক্ত, যা ইঙ্গিত দেয় যে এটির রিব্র্যান্ড হিসেবে আসতে পারে Narzo 80x। নতুন স্মার্টফোনটি তিনটি মেমরি অপশনে উপলব্ধ হবে – ৬ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ১২৮ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি।
Realme Narzo 80x সানলিট গোল্ড এবং ডিপ ওশান রঙের বিকল্পে আসবে। এই মুহূর্তে আপকামিং ফোনটির সম্পর্কে এতটুকুই জানা গিয়েছে। প্রসঙ্গত, Narzo 70x গত বছর এপ্রিলে ১১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। ফলে পরিকল্পনায় যদি না কোনও পরিবর্তন না আসে, এটির উত্তরসূরি একই সময়ে ভারতে আসতে পারে। অর্থাৎ আগামী মাসেই অপেক্ষার অবসান ঘটবে।