ভারতে লঞ্চ হচ্ছে Realme Narzo 90 Pro 5G ও Realme Narzo 90x 5G, কেনা যাবে Amazon থেকে

Realme Narzo 80 5G সিরিজ এই বছরের এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। এবার এর উত্তরসূরি বাজারে আসতে চলেছে। জনপ্রিয় একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ইতিমধ্যেই আসন্ন সিরিজের টিজার প্রকাশ করেছে। জানা গেছে যে, Realme Narzo 90 5G সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে। টিজারে দেখা যাচ্ছে যে এই সিরিজের অধীনে দুটি মডেল আত্মপ্রকাশ করবে এবং এদের ডিজাইন আলাদা হবে। আর আসন্ন এই মডেলগুলি হতে পারে Realme Narzo 90 Pro 5G এবং Realme Narzo 90x 5G।

Realme Narzo 90 5G Series ভারতে লঞ্চ হচ্ছে

Amazon সম্প্রতি ভারতে Realme Narzo 90 5G সিরিজের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। অর্থাৎ লঞ্চের পর ফোনগুলি Amazon থেকে কেনা যাবে। মাইক্রোসাইটে কমিক-স্টাইলের দুটি হ্যান্ডসেট কে দেখানো হয়েছে, যাদের পিছনে আলাদা ক্যামেরা লেআউট লক্ষ্যনীয়, যা নিশ্চিত করে যে এগুলি দুটি পৃথক মডেল হবে।

iPhone 16 Pro Max এর মতো দেখতে হবে

একটি ডিভাইসের ক্যামেরা লেআউটের আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাথে সাদৃশ্যপূর্ণ। এছাড়া এর ডিজাইনের সাথে চলতি বছরের শুরুতে আসা Realme Narzo 80 Pro 5G এর মিল আছে। এটি Realme Narzo 90 Pro 5G হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরেকটি স্মার্টফোনে উল্লম্বভাবে সারিবদ্ধ লেন্স সহ আয়তক্ষেত্রাকার ক্যামেরা ডেকো থাকবে। Realme Narzo 80x 5G মডেলেও একই রকমের রিয়ার ডিজাইন দেখা গিয়েছিল, যা ইঙ্গিত দেয় যে এটি Realme Narzo 90x 5G হতে পারে।।

যদিও এদের স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি, তবে মাইক্রোসাইট থেকে জানা গেছে যে Realme Narzo 90 5G সিরিজে “সুপারচার্জড” এবং “পাওয়ার ম্যাক্সড” ফিচার থাকবে‌।