Flipkart Freedom Sale: ৭০ শতাংশ ডিসকাউন্ট সহ শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল, দেখুন অফার

স্বাধীনতা দিবস উপলক্ষে Flipkart নিয়ে আসতে চলেছে Freedom Sale। এই সেল শুরু হবে ১ আগস্ট ২০২৫ থেকে। যদিও প্লাস ও ভিআইপি মেম্বাররা একদিন আগেই সেলের অ্যাক্সেস পাবেন। অন্যান্য সেলের মতো এই সেলেও মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সাজ-পোশাক ও ঘরের বিভিন্ন জিনিসপত্রের উপর ছাড় পাওয়া যাবে। সরাসরি ডিসকাউন্ট ছাড়াও থাকবে ব্যাঙ্ক অফার। ইতিমধ্যেই Flipkart Freedom Sale এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখানে কিছু ডিল সম্পর্কে জানানো হয়েছে

Flipkart Freedom Sale এর ব্যাঙ্ক অফার

১ আগস্ট থেকে শুরু হতে চলা ফ্লিপকার্ট ফ্রিডম সেলে আইসিআইসিআই ও ব্যাঙ্ক অফ বরোদার কার্ড ব্যবহারকারীরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৫ শতাংশ ক্যাশব্যাক। নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে অন্যান্য ব্যাঙ্কের কার্ডেও অফার পাওয়া যাবে।

Flipkart Freedom Sale এর স্পেশাল অফার

ফ্লিপকার্ট ফ্রিডম সেলে ক্রেতারা বিশেষ কিছু ডিলের লাভ ওঠাতে পারবেন। সেলের সময় ক্রেতারা ৭৮ ফ্রিডম ডিলস, রাশ আওয়ার, এক্সচেঞ্জ আওয়ার, জ্যাকপট ডিলস, বাজেট ডিলস ও বাস্কেট বোনাস এর সুবিধা পাবেন। এই নির্দিষ্ট সময়গুলিতে স্পেশাল অফার থাকবে।

Flipkart Freedom Sale-এ কোন প্রোডাক্টে কত ছাড়

Flipkart Freedom Sale এর মাইক্রোসাইট থেকে জানা গেছে, এই সেলে ৩৫,৯৯০ টাকা থেকে আই৫ প্রসেসরের ল্যাপটপ পাওয়া যাবে। iPhone 16 কেনা যাবে আকর্ষণীয় দামে। Samsung 4K TV বিক্রি হবে ২xx৯৯ মূল্যে। আর OnePlus Nord Buds 2r ইয়ারবাডস তালিকাভুক্ত থাকবে xx৯৯ মূল্যে। এছাড়া পোশাক ও বিউটি প্রোডাক্টের উপর যথাক্রমে ৭০ ও ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।