Realme Neo 7 গত মাসে চীনে লঞ্চ হয়েছে। এটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আবার শোনা যাচ্ছে, কোম্পানি এই স্মার্টফোনের কমদামি ভ্যারিয়েন্ট বাজারে আনবে, যার নাম হতে পারে Realme Neo 7 SE। এটি নতুন MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর চালিত অন্যতম প্রথম স্মার্টফোন হতে চলেছে। এখন, ডিভাইসটি 3C সার্টিফিকেশন পেয়েছে বলে জানা গিয়েছে। প্ল্যাটফর্মটি Realme Neo 7 SE-এর ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে।
Realme Neo 7 SE ফোনের ফাস্ট চার্জিং স্পিড
আরএমএক্স৫০৮০ মডেল নম্বরের একটি রিয়েলমি ফোন চীনের ৩সি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এটি নিও ৭ এসই বলে মনে করা হচ্ছে। ডিভাইসটি ভিসিবি৮০এসিএএইচ পাওয়ার অ্যাডাপ্টার সাপোর্ট করবে। যার অর্থ রিয়েলমির নতুন হ্যান্ডসেটে ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সমর্থন থাকতে পারে। আবার রিয়েলমি নিও ৭ এসই কয়েকদিন আগে চীনের এমআইআইটি সার্টিফিকেশন পেয়েছে।
সেখান থেকে স্মার্টফোনের ডিজাইন এবং ৬,৮০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা প্রকাশ হয়েছে। এই ব্যাটারিকে লঞ্চের সময় ৭,০০০ এমএএইচ হিসাবে মার্কেটিং করা হতে পারে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, এতে ওলেড ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
রিয়েলমি নিও ৭ এসই মডেলের প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার হবে ৫০ মেগাপিক্সেলের সনি সেন্সর। সঙ্গে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর রিয়েলমি ইউআই ৬ সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে। সবশেষে, এই ফোনে পাওয়া যাবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ফাস্ট চার্জিং সাপোর্ট।