মোবাইল

চার্জ ফুরোনোর চিন্তা থেকে মুক্তি, রিয়েলমির নতুন ফোনে থাকছে 7000mah ব্যাটারি, ফাঁস ছবি

Published on:

Realme neo 7 se images leaked from miit certification

রিয়েলমি সম্প্রতি জানিয়েছিল চীনে Realme Neo 7 SE নামে একটি নতুন স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করবে তারা। ফোনটিতে Dimensity 8400 Max প্রসেসর থাকবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে কোম্পানি। অফিসিয়াল লঞ্চের আগে, এখন Realme Neo 7 SE চীনের MIIT সার্টিফিকেশনের ডাটাবেসে উপস্থিত হয়েছে। প্ল্যাটফর্ম থেকে ফোনটির ছবি প্রকাশ হয়েছে। চলূন দেখে নিই রিয়েলমির নতুন হ্যান্ডসেটের ডিজাইন কেমন হবে।

Realme Neo 7 SE ডিজাইন ও স্পেসিফিকেশন

RMX5080 মডেল নম্বরসুক্ত Realme Neo 7 SE এর সামনের দিকে ফ্ল্যাট OLED প্যানেল বর্তমান। ফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। MIIT সার্টিফিকেশন থেকে আরও জানা গিয়েছে যে ডিভাইসটি 6,850mAh (রেটেড ভ্যালু) ব্যাটারিরর সঙ্গে আসবে। অর্থাৎ এটি 7,000mah ব্যাটারি হিসাবে লঞ্চ হতে পারে।

WhatsApp Community Join Now

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নিও 7 এসই-এর ডিসপ্লে 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এই ডিভাইসে অপটিক্যাল টাইপ শর্ট ফোকাস ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। ডাইমেনসিটি 8400 ম্যাক্স চিপ থাকার ফলে রেডমি টার্বো 4 মডেলের সঙ্গে রিয়েলমির প্রতিযোগিতা চলবে।

রিয়েলমি নিও 7 এসই মডেলের প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার হবে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর। সঙ্গে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। ফোনটি Android 14 বেসড Realme UI 6 সফটওয়্যারে রান করতে পারে। 7,000mah ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়। এই ফোন চীনে ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন