Realme Neo 7 গত মাসে আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে চীনে লঞ্চ হয়েছিল। ফোনটিতে MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর প্রথম ব্যবহার করা হয়েছিল। নতুন বছর আসতেই মডেলটির নতুন সংস্করণ আনার প্রস্তুতি শুরু করল রিয়েলমি। জানা গিয়েছে, Realme Neo 7 SE আগামী মাসে আত্মপ্রকাশ করবে। ফোনটির মেইন ইউএসপি হবে ব্যাটারি।
Realme Neo 7 SE ফেব্রুয়ারিতে চীনে অফিসিয়ালি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। লঞ্চের তারিখ এখনো ঘোষণা হয়নি। এমনকি ভারতে আসবে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। উল্লেখ্য, Neo-কে GT থেকে আলাদা করে দুটি ভিন্ন সিরিজ বানিয়েছে রিয়েলমি। আর Realme Neo 7 এই নতুন ব্র্যান্ডিং স্কিমের অধীনে লঞ্চ হওয়া প্রথম ফোন।
রিয়েলমি নিও 7 এসই মিডিয়াটেকের পাওয়ারফুল ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট দ্বারা পরিচালিত হবে। এতে বিশাল 7,000mah ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে, যা উন্নত হিট ডিসিপেশন অফার করবে। প্রসঙ্গত, রিয়েলমি নিও 7 মডেলটিও একই ব্যাটারি ক্যাপাসিটি অফার করে। যার অর্থ এটি পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন হবে।
উক্ত বিষয়গুলি ছাড়া রিয়েলমি নিও 7 এসই নিয়ে আর কোনও তথ্য সামনে আসেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিটেলস প্রকাশ হবে বলে আশা করা যায়। জানিয়ে রাখি, রিয়েলমি জিটি নিও 6 এসই গত বছর 1,799 ইউয়ানে লঞ্চ হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় 20,370 টাকা। Realme Neo 7 SE একই প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.