মোবাইল

চাপে পড়তে চলেছে রেডমি, লঞ্চের আগেই Realme Neo 7 SE ফোনের দাম প্রকাশ হল

Published on:

realme-neo-7-se-price-under-2000-yuan-to-rival-redmi-turbo-4

রিয়েলমি ভারতের পাশাপাশি চীনে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। গত সপ্তাহে সংস্থাটির হোম মার্কেটে Realme GT 7 Pro Racing Edition রিলিজ হয়েছে। আবার চলতি মাসে Realme Neo 7 SE নামে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন আনতে চলেছে তারা। এখন ব্র্যান্ডটি একটি নতুন পোস্টারের মাধ্যমে নতুন মডেলটির দামের রেঞ্জ প্রকাশ করেছে। এটি Redmi Turbo 4 ফোনটিকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

কোম্পানি অফিসিয়াল টিজারে চীনে Realme Neo 7 SE এর দাম ২০০০ ইউয়ানের (প্রায় ২৩,৯০০ টাকা) নিচে থাকবে বলে আভাস দিয়েছে। Dimensity 8400 Max প্রসেসর থাকবে এতে। অন্যদিকে, Dimensity 8400 চিপসেট চালিত Redmi Turbo 4-এর দাম ১,৯৯৯ ইউয়ান থেকে শুরু। ফলে বোঝাই যাচ্ছে দুই ফোনের লড়াই কতটা জোরদার হতে চলেছে।

মজার বিষয় হল, রেডমির ক্ষেত্রে Ultra ও রিয়েলমির জন্য Max ব্র্যান্ডিং থাকলেও মিডিয়াটেকের প্রসেসর কিন্তু সেম। যদি Realme Neo 7 SE-এর ৮ জিবি র‍্যাম ভেরিয়েন্ট আসে, তাহলে এটি রেডমির মডেলটিকে পেছনে ফেলে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Dimensity 8400 প্রসসর চালিত ফোনে পরিণত হতে পারে।

Realme Neo 7 SE স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি শুধু চিপসেটের নাম প্রকাশ করলেও, টেনা লিস্টিং থেকে নিও ৭ এসই মডেলের প্রচুর তথ্য সামনে এসেছে। এতে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪ জিবি পর্যন্ত র‍্যাম, ১ টিবি পর্যন্ত ইর্ন্টানাল স্টোরেজ, ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৬, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর (ইনফ্রারেড) ব্লাস্টার থাকবে।