মোবাইল

রেডমির ফোন টেক্কা দিতে 7000mAh ব্যাটারির দুর্ধর্ষ স্মার্টফোন আনছে Realme

Published on:

Realme neo 7 se rival of redmi Turbo 4 launch timeline teased with 7000mah battery

রিয়েলমি নিয়ে আসছে নিও সিরিজের লেটেস্ট স্মার্টফোন Realme Neo 7 SE। রেডমি টার্বো 4 লঞ্চ হওয়ার পরপরই সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে‌। এই ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 সিরিজের চিপসেট ব্যবহার করা হবে। উল্লেখ্য, রেডমির ডিভাইসে ডাইমেনসিটি 8400 আল্ট্রা প্রসেসর রয়েছে, তবে Realme Neo 7 SE ডাইমেনসিটি 8400 ম্যাক্স প্রসেসর সহ আসতে পারে। এই ফোনে 7000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Realme Neo 7 SE কখন লঞ্চ হবে

রিয়েলমি নিও 7 এসই ফেব্রুয়ারিতে বাজারে আসবে করবে বলে আশা করা হচ্ছে‌। শুরুতে এটি চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এরপর স্মার্টফোনটি ভারত বা অন্যান্য অঞ্চলে পা রাখবে।

WhatsApp Community Join Now

Realme Neo 7 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, রিয়েলমি নিও 7 এসই এর অন্যতম আকর্ষণ হবে এর ব্যাটারি ক্যাপাসিটি। এতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। রিয়েলমি নিশ্চিত করেছে যে এতে সর্বাধুনিক ও শক্তিশালী চিপসেট ডাইমেনসিটি 8400 ম্যাক্স পাওয়া যাবে। সংস্থার দাবি এর বড় ব্যাটারি ফুল চার্জে প্রায় 3 দিন বা তার বেশি সময় ব্যাকআপ দিতে পারে।

দাম

এর পাশাপাশি বড় ব্যাটারির জন্য এই ফোনে আরও ভালো হিট ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবস্থাও থাকবে। তবে রিয়েলমি নিও 7 এসই এর দাম নিয়ে এখনও কিছু জানায়নি। যদিও এই ডিভাইসটি এর চেয়ে বেশি সাশ্রয়ী হবে বলে আমাদের অনুমান। উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি নিও 7 চীনে 2,099 ইউয়ান (প্রায় 24,000 টাকা) থেকে পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন