রিয়েলমি নিয়ে আসছে নিও সিরিজের লেটেস্ট স্মার্টফোন Realme Neo 7 SE। রেডমি টার্বো 4 লঞ্চ হওয়ার পরপরই সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। এই ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 সিরিজের চিপসেট ব্যবহার করা হবে। উল্লেখ্য, রেডমির ডিভাইসে ডাইমেনসিটি 8400 আল্ট্রা প্রসেসর রয়েছে, তবে Realme Neo 7 SE ডাইমেনসিটি 8400 ম্যাক্স প্রসেসর সহ আসতে পারে। এই ফোনে 7000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Realme Neo 7 SE কখন লঞ্চ হবে
রিয়েলমি নিও 7 এসই ফেব্রুয়ারিতে বাজারে আসবে করবে বলে আশা করা হচ্ছে। শুরুতে এটি চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এরপর স্মার্টফোনটি ভারত বা অন্যান্য অঞ্চলে পা রাখবে।
Realme Neo 7 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, রিয়েলমি নিও 7 এসই এর অন্যতম আকর্ষণ হবে এর ব্যাটারি ক্যাপাসিটি। এতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। রিয়েলমি নিশ্চিত করেছে যে এতে সর্বাধুনিক ও শক্তিশালী চিপসেট ডাইমেনসিটি 8400 ম্যাক্স পাওয়া যাবে। সংস্থার দাবি এর বড় ব্যাটারি ফুল চার্জে প্রায় 3 দিন বা তার বেশি সময় ব্যাকআপ দিতে পারে।
দাম
এর পাশাপাশি বড় ব্যাটারির জন্য এই ফোনে আরও ভালো হিট ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবস্থাও থাকবে। তবে রিয়েলমি নিও 7 এসই এর দাম নিয়ে এখনও কিছু জানায়নি। যদিও এই ডিভাইসটি এর চেয়ে বেশি সাশ্রয়ী হবে বলে আমাদের অনুমান। উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি নিও 7 চীনে 2,099 ইউয়ান (প্রায় 24,000 টাকা) থেকে পাওয়া যায়।