Realme Neo 7 Turbo AI Edition ট্র্যান্সপারেন্ট ব্যাক প্যানেল ও AI ফিচার সহ লঞ্চ হল, রয়েছে OIS ক্যামেরা

Realme Neo 7 Turbo ফোনের নতুন ভ্যারিয়েন্ট আজ রবিবার লঞ্চ হল। এর নাম রাখা হয়েছে Realme Neo 7 Turbo AI Edition। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। নয়া এই মডেলটিকে M-Zone ব্র্যান্ডিং সহ আনা হয়েছে। নয়া এই AI ভার্সনের পিছনের প্যানেলে দেখা যাবে China Mobile এর লোগো। এছাড়া এই স্মার্টফোনের হোম স্ক্রিনে একটি বড় পরিবর্তন লক্ষ্যণীয়। Realme Neo 7 Turbo AI Edition এর হোম স্ক্রিনের বাম দিকে সোয়াইপ করলে, চায়না মোবাইল এর ‘ম্যাঙ্গো কার্ড ক্লাব’ এর একটি ডেডিকেটেড প্যানেল দেখা যাবে।
Realme Neo 7 Turbo AI Edition এর ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি নিও ৭ টার্বো এআইএডিশনে ৬.৮ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme Neo 7 Turbo AI Edition স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর রিয়ার ক্যামেরায় OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৭২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে স্বচ্ছ ডিজাইন উপস্থিত, যেকারণে ফোনে উপস্থিত NFC কয়েল উপাদানগুলি দেখা যাবে। এছাড়াও, আপনি এখানে টেক্সচার্ড ডিজাইন এবং DART মার্ক পাবেন। এই বিশেষ এডিশনটি আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে।
Realme 15T সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে
সম্প্রতি ভারতে পা রেখেছে ব্র্যান্ডের নতুন স্মার্টফোন Realme 15T। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স প্রসেসর দ্বারা চালিত। ফোনের প্রাইমারি ও সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।