মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স, ৭০০০mAh ব্যাটারি সহ আসছে Realme Neo 7 Turbo

রিয়েলমি তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Realme Neo 7 Turbo এর লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে। কোম্পানির অফিসিয়াল টিজার এবং রিয়েলমি চীনের প্রেসিডেন্ট Xu Qi-এর পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে, এই ফোনটি ২৯ মে বাজারে আসছে। তার আগে রিয়েলমি এক বিশেষ পোস্টারের মাধ্যমে এর চিপসেট ও সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন টিজ করেছে।

Realme Neo 7 Turbo সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে

রিয়েলমি নিও ৭ টার্বো মিডিয়াটেকের নতুন Dimensity 9400e প্রসেসর চালিত প্রথম ফোন হবে। টিএসএমসি-এর ৪ এনএম প্রযুক্তিতে নির্মিত এই চিপসেটটি Immortalis-G720 MC12 GPU এবং NPU 790 AI ইঞ্জিন দ্বারা তৈরী। রিয়েলমির দাবি, আপকামিং ডিভাইসটির বেঞ্চমার্ক স্কোর ২.৪৫ মিলিয়ন, যা একে ২৫০০-৩০০০ ইউয়ান (প্রায় ২৯,০০০-৩৫,৫০০ টাকা) দামের মধ্যে সেরা পারফরম্যান্স দেওয়া ফোন করে তুলবে।

রিয়েলমি নিও ৭ টার্বো স্মার্টফোনে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি, এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। এটি ১৬ জিবি LPDDR5X র‌্যাম এবং ১ টিবি UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলো হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সহ), ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।

এদিকে কয়েকটি রিপোর্টে বলা হয়েছে Realme Neo 7 Turbo ফোনটি আগামী সপ্তাহে আসা Realme GT 7 এর একটি গ্লোবাল রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।