Realme Neo 7 Turbo হতে পারে নিও সিরিজের সবচেয়ে পাওয়ারফুল ফোন, থাকবে 120W ফাস্ট চার্জিং

রিয়েলমি তাদের জনপ্রিয় নিও সিরিজের অধীনে নতুন ফোন আনতে চলেছে, যার নাম Realme Neo 7 Turbo। মনে করা হচ্ছে, এই মাসের শেষের দিকে চীনে এই স্মার্টফোনটি লঞ্চ হবে। বিভিন্ন রিপোর্ট এবং চীনের 3C সার্টিফিকেশন সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডিভাইসটির মডেল নম্বর RMX5062 এবং এতে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটি নিও সিরিজের সবচেয়ে শক্তিশালী ডিভাইস হতে পারে।
Realme Neo 7 Turbo সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে
রিয়েলমি এখনও ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেজ সু-এর একটি Weibo পোস্টে ইঙ্গিত মিলেছে যে, রিয়েলমি নিও ৭ টার্বো -এর একটি ট্রান্সপ্যারেন্ট এডিশনও আসতে পারে। এই এডিশন শুধুমাত্র চীনে উপলব্ধ থাকবে এবং এটি Realme GT গ্লোবাল এডিশনের একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এই ফোনের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে iQOO Z10 Turbo Pro এবং Redmi Turbo 4 Pro।
জানা গেছে, রিয়েলমি নিও ৭ টার্বো মডেলে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের মধ্যে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর চীনের ভার্সনে ব্যবহার করা হতে পারে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট এবং গ্লোবাল ভার্সনে ডাইমেনসিটি ৯৪০০ই প্রসেসর দেওয়া হতে পারে। স্মার্টফোনটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ বাজারে আসতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme Neo 7 Turbo ডিভাইসে থাকতে পারে ৭০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে তিনটি রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।