মোবাইল

7,000mah ব্যাটারি সহ দুর্দান্ত ফোন ভারতে আনছে Realme, চার্জ নিয়ে চিন্তার দিন শেষ

Published on:

realme neo 7 with four new earbuds tipped to launch in india soon

নতুন বছরের শুরুতে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায় রিয়েলমিকে বেশি ব্যস্ত থাকতে দেখা পাচ্ছে। চীনা সংস্থাটি 16 জানুয়ারি ভারতে Realme 14 সিরিজ লঞ্চ করতে চলেছে। আবার নিজেদের হোম মার্কেট অর্থাৎ চীনে Realme Neo 7 SE-কে টিজ করছে তারা। তবে এখানেই শেষ নয়, কয়েক সপ্তাহ আগে চীনে লঞ্চ হওয়া Realme Neo 7 শীঘ্রই ভারত এবং গ্লোবাল মার্কেটে আসতে পারে। ফোনটির প্রধান আকর্ষণ 7000mah ব্যাটারি। দেশে চারটি নতুন অডিও প্রোডাক্ট আনারও পরিকল্পনা রয়েছে রিয়েলমির।

Realme Neo 7 ও চারটি অডিও প্রোডাক্ট আসছে ভারতে

রিয়েলমি কিছু না বললেও টিপস্টার সুধাংশু আম্বোর 91মোবাইলসের সঙ্গে হাত মিলিয়ে এই তথ্য ফাঁস করেছে। তাঁর দাবি, Realme Neo 7 শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে পারে। ফোনটির মডেল নম্বর RMX5061, যেখানে চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর RMX5060। ডিভাইসটি চারটি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে – 8 জিবি + 256 জিবি, 12 জিবি + 256 জিবি, 16 জিবি + 512 জিবি, ও 16 জিবি + 1 টিবি।

WhatsApp Community Join Now

রিয়েলমি নিও 7-এর প্রতিটি মডেল এনএফসি সাপোর্ট মিলবে বলে আশা করা যায়। চীনে ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 25,800 টাকা। আর টপ-এন্ড মডেলের মূল্য টাকার অঙ্কে প্রায় 38,600 টাকা। রিয়েলমির আসন্ন অডিও প্রোডাক্টগুলির মধ্যে প্রথমেই রয়েছে Realme Buds Wireless 5 ANC। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করবে। ইয়ারবাডসটি টোয়াইলাইট পার্পল, ডন সিলভার এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে আসতে পারে।

প্রথমটির বাজেট ফ্রেন্ডলি বিকল্প হিসাবে আসবে Realme Buds Wireless 5 Lite। এতে মিলবে ভয়েড ব্ল্যাক, সাইবার অরেঞ্জ এবং হেজ ব্লু রঙ। তৃতীয় ইয়ারবাডসটি হবে Realme Buds Air 7 এবং এটি ল্যাভেন্ডার পার্পল, মস গ্রিন এবং আইভরি গোল্ড রঙে উপলব্ধ বলে জানা গিয়েছে। সর্বশেষ মডেলটি হল Realme Buds T02 যেটি আগে Bluetooth SIG সার্টিফিকেশন পেয়েছিল। এটি ভয়েজ ব্লু, স্টর্ম গ্রে এবং ভোল্ট কালো রঙে লঞ্চ হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন