রাত পোহালেই লঞ্চ হবে রিয়েলমির দুই নতুন ফোন। Realme Neo 7x ও Neo 7 SE আগামীকাল, ২৫ই ফেব্রুয়ারি চীনে আত্মপ্রকাশ করবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। প্রথম মডেলটি এই স্মার্টফোন সিরিজের একটি কমদামি সংস্করণ হবে। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ১২,০০০ টাকার কাছাকাছি থাকতে পারে। এটি ভারতে Realme 14 5G বা Realme P3 5G নামে আসবে বলে আশা করা হচ্ছে। এখন লঞ্চের আগের দিন ফোনটির বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স প্রকাশ করেছে কোম্পানি।
রিয়েলমি নিও ৭এক্স বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যা সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ (Snapdragon 6 Gen 4) প্রসেসরে রান করবে বলে ঘোষণা করা হয়েছে। ডিভাইসটিতে একটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকলেও, ৭.৯৭ মিমির অতি পাতলা বডি বজায় থাকবে। ফোনটি হালকা হবে বলেও ইঙ্গিত দিয়েছে রিয়েলমি।
রিয়েলমি নিও ৭এক্স ফোনে জিটি ৭ প্রো ফেসিং এডিশনের অনুরূপ “বাইপাস চার্জিং” প্রযুক্তি রয়েছে। এই সিস্টেমে ব্যাটারি চার্জ করার পরিবর্তে সরাসরি ফোনে চার্জ ঢোকে। এই ব্যবস্থায় ব্যাটারির চার্জ স্থির থাকে, কিন্তু চার্জার থেকে সরাসরি ফোনে পাওয়ার আসে। সহজ কথায় বললে, ব্যাটারিকে পাশ কাটিয়ে, চার্জার থেকে শক্তি গ্রহণ করতে পারবে রিয়েলমির এই ফোন।
এছাড়া, Realme Neo 7x মডেলে IP66, IP68 এবং IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং থাকবে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি তাদের নতুন ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস ওলেড (OLED) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২ জিবি পর্যন্ত র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ রাখতে পারে।
Photo Credit – X
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.