অপেক্ষা শেষ, Realme Neo 8 লঞ্চ হচ্ছে এই দিনে, থাকবে Samsung ডিসপ্লে

Realme Neo 8 স্মার্টফোনের লঞ্চের তারিখ অবশেষে ঘোষণা করা হল। Neo সিরিজের এই নতুন ফোনটি গত বছরের ডিসেম্বরে আসা Realme Neo 7-এর উত্তরসূরি হবে। আগামী সপ্তাহেই ডিভাইসটি বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। লঞ্চের তারিখের সাথে সাথে Realme Neo 8 এর ডিসপ্লে ও চিপসেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও সামনে এনেছে কোম্পানি। এর আগে বিভিন্ন রিপোর্ট থেকে হ্যান্ডসেটটির বেশকিছু ফিচার সম্পর্কে জানা গিয়েছিল।

Realme Neo 8 কবে লঞ্চ হচ্ছে চীনে

রিয়েলমি আজ একটি উইবো পোস্টে জানিয়েছে, Realme Neo 8 চীনে আগামী ১২ জানুয়ারি, দুপুর ২টা ৩০ মিনিটে (ভারতীয় সময় দুপুর ১২টা) লঞ্চ হবে। আশা করা যায় কোম্পানি এর জন্য একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে।

Samsung ডিসপ্লে দেবে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট

রিয়েলমির তরফে বলা হয়েছে, তাদের আপকামিং নিও ৮ ফোনে ব্যবহার করা হচ্ছে স্যামসাং ডিসপ্লের প্যানেল। আগের রিপোর্ট থেকেও এই একই তথ্য উঠে এসেছিল, এবার সেটি অফিসিয়াল হল। রিপোর্টে বলা হয়েছিল, এই ডিসপ্লেটি সর্বোচ্চ ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

ডিজাইন ও কালার অপশন

এদিকে Realme Neo 8 আসবে সাইবার পার্পেল কালার অপশনে। পিছনের প্যানেলে থাকবে ট্রান্সপারেন্ট কভার, যেখানে ফোনের ভেতরের কিছু ডিজাইন এলিমেন্ট দেখা যাবে। এই লুকটা অনেকটাই Nothing ফোনগুলির কথা মনে করিয়ে দেবে। ক্যামেরা মডিউলের পাশে থাকবে কোম্পানির Awakening Halo লাইটিং ফিচার।

প্রসেসর ও ক্যামেরা

এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ‌৮ জেন ৫ চিপসেট। এটি ইতিমধ্যেই OnePlus 15R এবং Motorola Signature-এর মতো ফোনে দেখা গেছে। রিয়েলমি দাবি করছে, AnTuTu বেঞ্চমার্কে ডিভাইসটির স্কোর ৩.৫৮ মিলিয়নেরও বেশি। যেখানে Realme GT 8 Pro এর ছিল প্রায় ৩.৯ মিলিয়ন স্কোর।

ফটোগ্রাফির জন্য Realme Neo 8 মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এর মধ্যে একটি সেন্সর ১২০এক্স জুম সাপোর্ট করবে, সম্ভবত পেরিস্কোপ টেলিফটো লেন্সের মাধ্যমে।

ভারতে কবে আসবে Realme Neo 8

এখনও পর্যন্ত ভারতে বা গ্লোবাল মার্কেটে ফোনটির লঞ্চের তারিখ সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে ভারতে এটি Realme GT 8 নামে আসতে পারে।