রিয়েলমি নতুন নোট সিরিজের ফোন বাজারে আনছে বলে বেশ কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। ইতালির একটি রিটেল সাইটে দাবি করা হয়েছিল RMX5313 মডেল নম্বরের ফোনটি Realme 70T নামে বাজারে আসবে। যদিও মালয়েশিয়ার SIRIM এবং থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইট থেকে জানা যায় যে এটি Realme Note 70 নামে লঞ্চ হবে। অর্থাৎ Realme 70T বা 70 একই ডিভাইস হবে, কেবল হ্যান্ডসেট দুটি বিভিন্ন দেশে ভিন্ন নামে পাওয়া যাবে।
আজ আবার গুগল প্লে কনসোল এবং গুগল প্লে সার্পোটেড ডিভাইস এর লিস্টে RMX5313 মডেল নম্বরের ডিভাইসটি অন্তর্ভুক্ত হয়েছে। ফলে বলা যায় রিয়েলমি নোট ৭০ সিরিজ শীঘ্রই লঞ্চ হবে। কনসোলে “RMX5313IN” মডেল নম্বরেরও উল্লেখ আছে, ফলে মনে হচ্ছে ভারতের জন্য আলাদা একটি ভার্সনও নিয়ে আসা হবে। সেক্ষেত্রে রিয়েলমি ৭০ বা ৭০টি হবে ভারতের বাজারে সংস্থার প্রথম নোট সিরিজের ফোন।
গুগল প্লে কনসোল থেকে জানা গেছে রিয়েলমি নোট ৭০ স্মার্টফোনে থাকবে এইচডি প্লাস রেজোলিউশনের (৭২০ x ১৬০০) ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc UMS9230 চিপসেট ব্যবহার করা হবে, যেটি সম্ভবত Unisoc T7250-এর আরেক নাম। এটি ৪ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ আসবে।
এর আগে ইতালির ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল, Realme Note 70T মডেলে পাওয়া যাবে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এর সামনে ১৬ মেগাপিক্সেল এবং পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ইউরোপে এর দাম রাখা হবে ১০০ থেকে ১১০ ইউরোর মধ্যে, যা প্রায় ১০,৫০০ টাকার সমান।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.