এতদিন কেবল ভারতে পাওয়া যেত Realme P3 ও P3 Ultra। তবে আজ আন্তর্জাতিক বাজারেও লঞ্চ হল ফোন দুটি। কোম্পানির তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বে ই-কমার্স সেগমেন্টে নিজেদের আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত করতেই এমন পদক্ষেপ। ফলে বলা যায় যে, Realme এখন শুধু ভারত সহ কয়েকটি মার্কেটে নয়, বিশ্ব বাজারের গ্রাহকদের দিকেও নজর দিচ্ছে। আসুন গ্লোবাল মার্কেটে Realme P3 ও P3 Ultra এর দাম কত রাখা হয়েছে জেনে নেওয়া যাক।
রিয়েলমি পি৩ মডেলটি দুটি রঙে পাওয়া যাবে – কমেট গ্রে ও স্টারলাইট গ্রীন। গ্লোবাল মার্কেটে এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২২৯ ডলার (প্রায় ১৯,৬০০ টাকা)। আর ১২ জিবি র্যাম সহ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ২১,৩০০ টাকা) এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৭৯ ডলার (প্রায় ২৩,৮০০ টাকা)।
রিয়েলমি পি৩ আল্ট্রা সিরিজের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৩৯ ডলার (প্রায় ২৯,০০০ টাকা), আর ৫১২ জিবি ভার্সনের দাম ৩৬৯ ডলার (প্রায় ৩১,৫০০ টাকা)। রিয়েলমি পি৩ আল্ট্রা গ্লোয়িং লুনার হোয়াইট কালার অপশনে আসবে, যার ব্যাকপ্যানেলটা অন্ধকারে হালকা আলো ছড়াবে। এর আরেকটি কালার অপশন ছিল নেপচুন ব্লু।
রিয়েলমি পি৩ এবং পি৩ আল্ট্রা ফোনের চিপসেটের ক্ষেত্রে পার্থক্য চোখে পড়বে। বেস মডেলে আছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর। আর আল্ট্রা মডেলে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি আল্ট্রা।
এছাড়া রিয়েলমি পি৩ এর অন্যান্য বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬০০ নিটস ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি।
এদিকে Realme P3 Ultra ফোনে পাওয়া যাবে ৬০০ নিটস ব্রাইটনেস সহ ৬.৮৩ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.