জলের মধ্যেও কাজ করবে, Realme P3, Poco X7 সহ এই তিন ওয়াটারপ্রুফ ফোন কিনুন সস্তায়

স্মার্টফোনে জল লাগলে তা নষ্ট হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে ওয়ারেন্টি থাকলেও কোনো সুবিধা পাওয়া যায় না। তবে আজ আমরা এমন তিনটি 5G ফোন সম্পর্কে বলবো, যেগুলি জলের মধ্যেও কাজ করবে। আগে কেবল দামি ফোনে ওয়াটারপ্রুফ রেটিং থাকতো, কিন্তু এখন মিড রেঞ্জ স্মার্টফোনেও এই সুবিধা পাওয়া যায়। ২০ হাজার টাকার কম বাজেটেও এখন ওয়াটারপ্রুফ 5G ফোন কেনা সম্ভব। আসুন ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Realme P3 5G

অ্যামাজনে এই ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যাবে। Realme P3 5G কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ওয়াটারপ্রুফ ফোন। এতে IP69 রেটিং উপস্থিত এবং কোম্পানির মতে এটি ৩০ মিনিট পর্যন্ত ২.৫ মিটার গভীর জলে থাকলেও নষ্ট হবে না। ডিভাইসটি ‌জলের নিচে ছবিও ও ভিডিও ক্যাপচার করতে পারে। এতে ৬.৬৭ ইঞ্চি AMOLED স্ক্রীন আছে। ডিসপ্লের রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর আছে। সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

POCO X7 5G

অ্যামাজনে এই ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৯,৫৪৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ব্যাংক অফার দেওয়া হচ্ছে। POCO X7 5G ভারতীয় বাজারে ২০,০০০ টাকার কম দামে IP69 রেটিং সহ আসা প্রথম দিকের ফোনগুলির মধ্যে একটি। এটি ৩০ মিনিট পর্যন্ত ২.৫ মিটার গভীর জলে কাজ করতে পারে। এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন।

এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর রয়েছে। ডিভাইসের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার অন্তর্ভুক্ত। সেলফির জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৪৫ ওয়াট চার্জিং ক্ষমতাসম্পন্ন ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Moto Edge 50 Fusion

অ্যামাজনে Moto Edge 50 Fusion ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ২০,৭৬০ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাংক অফারের সুবিধা নিয়ে এর দাম আরও কমানো যেতে পারে। এতেও IP68 রেটিং আছে এবং এটি ৩০ মিনিট পর্যন্ত ১.৫ মিটার গভীর জলে ঠিকঠাক কাজ করতে পারে। এই ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড pOLED স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামরা সেটআপ আছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামরা। ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।