আজ ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে রিয়েলমির নতুন দুটি ওয়াটারপ্রুফ স্মার্টফোন। রিয়েলমির ‘পি৩’ সিরিজের অধীনে ডিভাইস দুটি আসবে। এই আসন্ন স্মার্টফোন দুটির নাম – Realme P3 Pro 5G এবং Realme P3x 5G। এর মাধ্যমে পি৩ প্রো মডেল নেবুলা ডিজাইন সহ আসবে যা একে অন্ধকারেও চকচকে করে তুলবে। আবার Realme P3x 5G এর লুনার সিলভার ভ্যারিয়েন্টে দুর্দান্ত আইসফিল্ড ডিজাইন দেখা যাবে এবং এতে গ্লাস ব্যাক প্যানেল থাকবে যা মাইক্রন-লেভেল এনগ্রেভিং প্রযুক্তির মাধ্যমে রঙ পরিবর্তন করবে।
Realme P3 Pro 5G এবং Realme P3x 5G এর প্রসেসর
রিয়েলমি পি৩ প্রো এই সেগমেন্টের প্রথম ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। এদিকে, রিয়েলমি পি৩এক্স ৫জি হবে বিশ্বের প্রথম ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসর চালিত স্মার্টফোন।
Realme P3 Pro 5G এবং Realme P3x 5G এর কালার ভ্যারিয়েন্ট
রিয়েলমি পি৩ প্রো তিনটি বিশেষ রঙে পাওয়া যাবে: নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন এবং গ্যালাক্সি পার্পল। আর রিয়েলমি পি৩এক্স ৫জি তিনটি রঙে আসবে: লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক।
Realme P3 Pro 5G এর ফিচার (সম্ভাব্য)
রিয়েলমি পি৩ প্রো মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), এফ/১.৮ অ্যাপারচার এবং ২৪ মিলিমিটার ফোকাল লেংথ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর থাকবে। রিয়েলমি পি৩ প্রোতে পাওয়া যাবে কার্ভড ডিসপ্লে। এটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং এই ব্যাটারি ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। এটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত সেগমেন্টের প্রথম ফোন হবে। রিয়েলমি পি৩ প্রো ফোনে থাকবে জিটি বুস্ট। এটি BGMI টুর্নামেন্ট-সার্টিফায়েড পারফরম্যান্স দেবে।
Realme P3x 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
রিয়েলমি পি৩এক্স ৫জি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ধুলাবালি ও জল থেকে রক্ষা করতে এতে থাকবে ডুয়াল আইপি রেটিং – আইপি৬৮+আইপি৬৯, যা এই সেগমেন্টে প্রথমে। ফোনটি মিলিটারি-গ্রেড শক প্রতিরোধীও হবে। আবার এটি এই সেগমেন্টের প্রথম ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।
Realme P3 Pro 5G এর দাম (লিক)
রিয়েলমি পি৩ প্রো এর দাম শুরু হতে পারে ২৫,০০০ টাকা থেকে। ভারতে এর পূর্বসূরি অর্থাৎ রিয়েলমি পি২ প্রো, তিনটি কনফিগারেশনে উপলব্ধ ছিল: এর বেস মডেলের দাম ২১,৯৯৯ টাকা।