রিয়েলমির নতুন মিড-রেঞ্জ P সিরিজ ভারতে লঞ্চ হয়ে গেল। এই লাইনআপে Realme P3 Pro 5G এবং P3x 5G নামে দুটি মডেল এসেছে। উভয় স্মার্টফোনে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং Android 15 নির্ভর নতুন Realme UI 6.0 কাস্টম স্কিন রয়েছে। Realme P3 Pro 5G এবং P3x 5G যথাক্রমে Snapdragon 7s Gen 3 প্রসেসর ও Dimensity 6400 চিপসেটে রান করে। চলূন ফোন দুটির দাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
রিয়েলমি পি৩ প্রো ৫জি ৬.৮৩-ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৫০০ নিটস পিক ব্রাইটনেস, ও ১.৫K রেজোলিউশন সমর্থন করে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকছে। রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯৬ প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি কেন্ডারি ক্যামেরা রয়েছে।
ফ্রন্টে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি ৬০০০ এমএএইচ ক্ষমতার ও এটি ৮০ ওয়াট সুপারভুক চার্জ সমর্থন করে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ রেটিং, এআই ইরেজ ২.০, এআই রিফ্লেকশন রিমুভার, এআই স্ন্যাপ মোড, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সার্কেল টু সার্চ, ওয়েট টাচ প্রযুক্তি এবং ভিসি কুলিং সিস্টেম।
রিয়েলমি পি৩ প্রো ৫জি এর বেস ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও, এটি ৮ জিবি + ২৫৬ জিবি ও ১২ জিবি + ২৫৬ জিবি মেমরি অপশনে পাওয়া যাবে। দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও এবং ২৬,৯৯৯ টাকা। ফোনটি গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো ও স্যাটার্ন ব্রাউন রঙে উপলব্ধ। ২৫শে ফেব্রুয়ারি থেকে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে।
রিয়েলমি পি৩এক্স মডেলে ৬.৭-ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪৫ ওয়াট ফাস্ট চার্জ, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট সুপারভুক চার্জ, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, আইপি৬৮, আইপি৬৯ রেটিং, রিয়েলমি জিটি গেমিং মোড, ১৮ জিবি ডায়নামিক র্যাম এবং রেইনওয়াটার স্মার্ট টাচ বৈশিষ্ট্য রয়েছে।
রিয়েলমির এই ফোন ৬ জিবি র্যাম + ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা। এটি ২৮শে ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে তিনটি রঙে বিক্রি হবে – লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.