অঙ্কিতা মন্ডল, কলকাতা: রিয়েলমি ১৯ মার্চ ভারতে তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন Realme P3 Ultra 5G লঞ্চ করেছিল। আজ প্রথমবার এই ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলট্রা চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ডুয়েল-ক্যামেরা সিস্টেমসহ অনেক পাওয়ার-প্যাক ফিচার উপস্থিত। আপনি Realme P3 Ultra 5G আজ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন। প্রথম সেলে আকর্ষণীয় অফারও আছে।
Realme P3 Ultra 5G ফোনের দাম ও সেল অফার
রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। কিন্তু আপনি ৩,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এটি ২২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও রয়েছে ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস।
Mark your calendars – the #realmeP3Ultra5G first sale starts today at 12 PM!
The wait is over! Time to level up with the Sony IMX896 OIS camera, supporting 4K 60FPS video recording! #SLAYTheUltraWay
Starting from ₹22,999!*https://t.co/Cf3JQeoDAu https://t.co/c7II4I3XOs pic.twitter.com/7VnGoJgN3T
— realme (@realmeIndia) March 25, 2025
Realme P3 Ultra 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে, যার AnTuTu স্কোর ১,৪৫০,০০০ এর বেশি। এতে সেগমেন্টের সবচেয়ে বড় ৬০৫০এমএম² ভিসি কুলিং সিস্টেমের সাথে ১২ জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনে একাধিক AI ক্যামেরা ফিচারও পাওয়া যাবে, যেমন AI মোশন ব্লার, AI ফটো এডিটর ইত্যাদি।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme P3 Ultra 5G ডিভাইসে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১.৫কে কোয়াড-কাভার্ড OLED প্যানেল আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৫০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য ফোনে IP66+IP68+IP69 রেটিং আছে।