রিয়েলমি ব্র্যান্ডের P সিরিজ লাইনআপের সর্বশেষ সংযোজন হল Realme P3। এই ফোনে রয়েছে নতুন স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর। তাছাড়া দামও ২০ হাজার টাকার কম। এই বিভাগে আরও একটি নজরকাড়া ডিভাইস হল Redmi Note 14। শক্তিশালী পারফরম্যান্স এবং ফিচারের জন্য পরিচিত উভয় ডিভাইস। কিন্তু দুই ফোনের মধ্যে এগিয়ে কোনটা, সেই তুলনা করা হল এই প্রতিবেদনে।
রিয়েলমি পি৩ স্মার্টফোনটিকে এগিয়ে রেখেছে গিকবেঞ্চ।
দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিপিইউ কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়েছে। সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর। রিয়েলমি পি৩ এবং রেডমি নোট ১৪ এর সিঙ্গেল-কোর স্কোর সমান হলেও, মাল্টি কোর টেস্টে রিয়েলমি কিছুটা এগিয়ে রয়েছে। রিয়েলমি পি৩ এর স্কোর ১১০০ এবং রেডমি নোট ১৪ এর স্কোর ৯৪৮।
AnTuTu স্মার্টফোনের সিপিইউ, জিপিইউ, মেমরি এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করে থাকে। স্কোর যত বেশি তত ভাল পারফরম্যান্স দেবে বলে মনে করা হয়। এক্ষেত্রে রিয়েলমি পি৩ এর স্কোর ৭৬৪,৪১০ এবং রেডমি নোট ১৪ এর স্কোর ৪৫৭, ৪২৬।
সিপিইউ থ্রটল ভারী লোডের মধ্যে টেকসই কর্মক্ষমতা মূল্যায়ন করে থাকে। এতেও যত বেশি স্কোর তত ভাল হবে ডিভাইস। তবে চাপের মধ্যে টেকসই কর্মক্ষমতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রিয়েলমি পি৩ এর সিপিইউ থ্রুটল ৫৩.৫% এবং রেডমি নোট ১৪ এর ৬৫.৩%।
৩০ মিনিটের গেমপ্লে চলাকালীন গড় FPS যত বেশি তত ভাল সেই ফোনের গেমিং পারফরম্যান্স। এটিও একটি স্মার্টফোনের অন্যতম মূল্যায়ন। রিয়েলমি পি৩-তে সিওডি মোবাইল (মিডিয়াম ও হাই) ৫৯.৫, রিয়েল রেসিং ৩ (স্ট্যান্ডার্ড) ৫৯.৭ এবং বিজিএমআই (এইচডি+হাই) ২৫.১। অন্যদিকে, রেডমি নোট ১৪ এর সিওডি মোবাইল (মিডিয়াম ও হাই) ৫৩.৩৮, রিয়েল রেসিং ৩ (স্ট্যান্ডার্ড) ৫৫.১৫ এবং বিজিএমআই (এইচডি+হাই) ২৮.৮।
একটি স্মার্টফোনে ৩০ মিনিট গেম খেলার পর তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত একটি পরীক্ষা থার্মাল পারফরম্যান্স। তাপমাত্রা যত কম তত ভাল। রিয়েলমি পি৩ ফোনে সিওডি খেলার পর তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, রিয়েল রেসিং ৩ খেলার পর ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বিজিএমআই খেলার পর ৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরীক্ষা করা গিয়েছে। অপরদিকে, রেডমি নোট ১৪ তে সিওডি খেলার পর তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, রিয়েল রেসিং ৩ খেলার পর ৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বিজিএমআই খেলার পর ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.