রিয়েলমি শীঘ্রই পি সিরিজের নতুন স্মার্টফোন Realme P3x 5G লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে এই ফোনটি ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। ফ্লিপকার্টে ইতিমধ্যেই এরজন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। যেখানে ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচারগুলি সামনে আনা হচ্ছে। এই মাইক্রোসাইটে বলা হয়েছে, Realme P3x 5G হবে ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসরে চলা প্রথম ফোন। এতে ডুয়েল আইপি রেটিং সহ বড় ব্যাটারি থাকবে।
উল্লেখ্য, হ্যান্ডসেটটি আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় Realme P3 Pro 5G এর সাথে লঞ্চ হবে। দুটি ফোনের মাইক্রোসাইট এখন ফ্লিপকার্টে লাইভ রয়েছে। ফলে উভয় ফোন ফ্লিপকার্ট কেনা কেনা যাবে।
Realme P3x 5G এর সম্ভাব্য ফিচার
জানা গেছে রিয়েলমি পি৩ এক্স ৫জি স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জে ৪৭৩.৫৮ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং ৩৫ ঘন্টা টকটাইম পাওয়া যাবে। ফোনটি ৭.৯৪ মিমি পুরু হবে। জল ও ধুলো প্রতিরোধের জন্য এতে আইপি৬৮ ও আইপি৬৯ ডুয়াল আইপি রেটিং থাকবে যা একটি সেগমেন্টে প্রথম। ডিভাইসটি লুনার সিলভার, স্টেলার পিঙ্ক এবং মিডনাইট ব্লু কালার ভ্যারিয়েন্টে আসবে।