মোবাইল

Realme P3x 5G স্মার্টফোনের স্টোরেজ ও ক্যামেরা ডিটেলস প্রকাশ্যে এল, লঞ্চ শীঘ্রই

Published on:

realme p3x 5g specifications color variants ram storage camera details

Realme 14 Pro সিরিজের পর এবার বাজারে পা রাখতে চলেছে Realme P3 সিরিজ। এই লাইনআপে একাধিক ফোন লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই Realme P3 Pro এবং Realme P3 Ultra লঞ্চের টাইমলাইন, কনফিগারেশন, একইসাথে বেস P3 5G মডেলটির মেমরি ও কালার অপশন প্রকাশ্যে এসেছে। এখন, লাইনআপের আরেকটি স্মার্টফোন Realme P3x 5G-এর স্টোরেজ এবং রঙের বিকল্প ফাঁস হয়েছে। পাশাপাশি এটি ক্যামেরা FV-5 ডাটাবেসেও দেখা গিয়েছে।

Realme P3x 5G বাজারে আসছে শীঘ্রই

মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন অনুযায়ী, রিয়েলমি পি৩এক্স তিনটি মেমরি ভ্যারিয়েন্টে আসবে — ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি মিডনাইট ব্লু, লুনার সিলভার ও স্টেলার পিঙ্ক কালার অপশনে পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

অন্যদিকে, ক্যামেরা FV-5 ডাটাবেসে, RMX3944 মডেল নম্বরের সঙ্গে Realme P3x 5G তালিকাভুক্ত আছে। সেখানে এফ/১.৮ অ্যাপারচার সহ একটি ১.৬ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার কথা উল্লেখ আছে। তবে এটি পিক্সেল বিনিংয়ের পরে, যার অর্থ ক্যামেরা সেন্সরের প্রকৃত রেজোলিউশন আরও হাই থাকবে।

রিয়েলমি পি৩এক্স অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সমর্থন করবে কিনা, সেটা ডেটাবেস থেকে জানা যায়নি। শুধু বলা হয়েছে যে প্রাইমারি ক্যামেরা ম্যানুয়াল ফোকাস মোডের সঙ্গে আসবে। এছাড়া, ৩২ সেকেন্ড পর্যন্ত শাটার স্পিড ও সর্বাধিক ৬৪০৮ আইএসও অফার করবে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, Realme P3 Ultra এই সিরিজে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন হবে। জানুয়ারির শেষেই অফিসিয়াল রিলিজ হতে পারে। ফলে খুব শীঘ্রই সংস্থার তরফে টিজার প্রকাশ হবে বলে আশা করা যায়। অন্যদিকে, Realme P3 Pro ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন