আপনি যদি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সুখবর! আসলে আগামী সপ্তাহে ভারতে একাধিক ফোনের বিক্রি শুরু হবে। সদ্য লঞ্চ হওয়া ডিভাইসগুলি আগামী সপ্তাহের শুরু থেকেই সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। আর আপনার সুবিধার জন্য এই স্মার্টফোনগুলির নাম জানানো হবে এই প্রতিবেদনে। এই লিস্টে আছে রিয়েলমি ফোনের পাশাপাশি নতুন আইফোনও।
আগামী সপ্তাহে সেল শুরু নতুন Realme ফোন ও iPhone 16e এর
Realme P3X 5G
সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩এক্স ৫জি। ফোনটির প্রথম সেল শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। এটি লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক কালারে এসেছে। এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ১,০০০ টাকা ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি মিলিটারি-গ্রেড শক-প্রতিরোধী বিল্ডের সাথে এসেছে।
Realme P3 Pro 5G
রিয়েলমি পি৩এক্স ৫জি এর পাশাপাশি ভারতীয় বাজারে রিয়েলমি পি৩ ৫জি লঞ্চ হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ফোনটির সেল শুরু হবে। এটি গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো এবং স্যাটার্ন ব্রাউন কালার ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ২,০০০ টাকা ছাড় পেতে পারেন।
এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৩-ইঞ্চি কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ওআইএস এবং Sony IMX896 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, Sony IMX480 সেন্সর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে।
iPhone 16e
অ্যাপল সম্প্রতি একটি সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল লঞ্চ করেছে। আইফোন ১৬ই নামের এই ফোনটি ভারতে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে এবং সেল শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। এটি কালো ও সাদা রঙে পাওয়া যাবে। ভারতে এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা, ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা।
নতুন আইফোন ১৬ই ডুয়াল সিম (ন্যানো + ইসিম) হ্যান্ডসেট সাপোর্ট সহ এসেছে যা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলে। এতে ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে আছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক ব্রাইটনেস লেভেল ৮০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে A18 চিপ ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে অ্যাকশন বাটন সহ অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারও সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য এতে ওআইএস সহ ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে স্টেরিও স্পিকার ও ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।