Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে মোবাইলের দুনিয়ায়। শক্তিশালী প্রসেসর এবং একাধিক এআই ফিচার রয়েছে এতে। যদিও এই ফোনকে টক্কর দিতে তৈরি Realme P3X। এতেও দুর্দান্ত স্পেসিফিকেশন আছে।তবে এই দুই ফোনের মধ্যে সেরা কোনটা, আসুন জেনে নেওয়া যাক।
Realme P3X বনাম Infinix Note 50X
দাম
রিয়েলমি পি৩ এক্স এর দাম শুরু হয়েছে ১৩,৩৫৪ টাকা থেকে। আর ইনফিনিক্স নোট ৫০এক্স এর দাম শুরু হয়েছে ১১,৪৯৯ টাকা থেকে।
ডিসপ্লে ও পারফরম্যান্স
Infinix Note 50X: মিলবে ৬.৬৭ ইঞ্চি, আইপিএস এলসিডি, ১২০ হার্টজ ডিসপ্লে। প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট যার সাথে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত।
Realme P3X: এতে রয়েছে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন, ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট। প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ যা ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট করে।
ক্যামেরা ও সফ্টওয়্যার
ইনফিনিক্স নোট ৫০এক্স : ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/১.৬ অ্যাপারচার, একটি সেকেন্ডারি ক্যামেরা এবং একটি ডুয়াল LED ফ্ল্যাশ। এটি ৪কে ৩০fps পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং সমর্থন করে। সেলফির জন্য রয়েছে এফ/২.০ অ্যাপারচার এবং একটি LED ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সফ্টওয়্যার অ্যান্ড্রয়েড ১৫।
রিয়েলমি পি৩ এক্স : এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল OV50D প্রাইমারি সেন্সর যার অ্যাপারচার এফ/১.৮ এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা যার অ্যাপারচার এফ/২.৪। এটি ১০৮০p ৬০fps পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং করতে দেয়। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে, যার অ্যাপারচার এফ/২.০। এই ফোন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।
ব্যাটারি ও চার্জিং
ইনফিনিক্স নোট ৫০এক্স : ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ ৩.০ তারযুক্ত দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করে।
রিয়েলমি পি৩ এক্স : এতে ৬০০০ এমএএইচ এর একটি বড় ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং প্রযুক্তি সমর্থন করে।