Realme P4 5G ও Realme P4 Pro 5G ভারতে 12 জিবি পর্যন্ত র্যাম সহ আসছে, ফাঁস অনেক তথ্য

Realme কয়েকদিন আগেই নিশ্চিত করেছে যে, তারা ভারতে P সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যদিও এদের নাম বা লঞ্চের দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে টিপস্টার ও বিভিন্ন টেক ওয়েবসাইটের দৌলতে আমরা জেনেছি, এই সিরিজের অধীনে শুরুতে দুটি মডেল আসবে, যেগুলি হবে Realme P4 5G ও Realme P4 Pro 5G। আজ ৯১মোবাইলস হিন্দি তাদের একটি প্রতিবেদনে এদের স্টোরেজ ভ্যারিয়েন্ট, মডেল নম্বর এবং কালার অপশন সম্পর্কে জানিয়েছে। তাদের দাবি সত্যি হলে, ফোনগুলি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও তিনটি কালার অপশনে পাওয়া যাবে।
Realme P4 5G এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন
প্রতিবেদনে বলা হয়েছে, Realme P4 5G এর মডেল নম্বর হবে “RMX5110”। ডিভাইসটি তিনটি স্টোরেজ অপশনে আসবে – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। আর স্মার্টফোনটি ইঞ্জিন ব্লু, স্টিল গ্রে এবং ফোর্জ রেড কালার অপশনে পাওয়া যাবে।

Realme P4 Pro 5G এর স্টোরেজ ভ্যারিয়েন্ট, কালার অপশন
সিরিজের দ্বিতীয় মডেল, Realme P4 Pro 5G এর মডেল নম্বর থাকবে “RMX5116”। এটিও তিনটি স্টোরেজ কনফিগারেশন আসবে – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেলটি পাওয়া যাবে মিডনাইট আইভি, ডার্ক ওক উড এবং বিরচ উড কালার অপশনে। তবে ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্ট শুধুমাত্র ডার্ক ওক উড ও বিরচ উড বিকল্পে আসবে।
Realme P4 Pro 5G উপস্থিত হয়েছে Geekbench-এ
এদিকে টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি Geekbench ডেটাবেসে “RMX5116” মডেলটি খুঁজে পেয়েছেন। আগেই বলেছি এই মডেল নম্বর প্রো মডেলের জন্য ব্যবহার করা হয়েছে। বেঞ্চমার্ক সাইট থেকে জানা গেছে, ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১২১৬ এবং মাল্টিকোর টেস্টে ৩৫৩৩ স্কোর করেছে। এতে ১২ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে।
এখান থেকে আরও সামনে এসেছে যে, এই স্মার্টফোনের প্রসেসরের তিনটি কোর ১.৮৪ গিগাহার্টজ, চারটি কোর ২.৪ গিগাহার্টজ এবং একটি কোর ২.৮ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড অফার করবে। আর এই প্রসেসরের সাথে যুক্ত থাকবে এড্রেনো ৭২২ জিপিইউ। সেক্ষেত্রে এটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর হতে পারে।
এছাড়া, টিপস্টার তার পোস্টে রেডিট থেকে নেওয়া Realme P4 Pro 5G এর একটি ছবিও শেয়ার করেছেন। ছবিতে ট্রান্সপারেন্ট রেকট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল দেখা গেছে, যার সাথে Hyper Vision AI চিপ-এর উল্লেখ আছে। পাশাপাশি ছবিতে পরিষ্কার লেখা আছে যে, এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকবে।