Realme P4 5G ও P4 Pro 5G ডুয়েল ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে

আগামী ২০ আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Realme P4 সিরিজ। এই সিরিজের অধীনে শুরুতে দুটি ডিভাইস আসবে – Realme P4 5G ও P4 Pro 5G। কোম্পানির এক শীর্ষকর্তা আগেই এই তথ্যে সিলমোহর দিয়েছিলেন।ইতিমধ্যেই রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট Flipkart-এ এই সিরিজের জন্য মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এই মাইক্রোসাইট থেকে স্মার্টফোন দুটি সম্পর্কে ধাপে ধাপে তথ্য সামনে আনা হচ্ছে। সম্প্রতি এদের ক্যামেরা ফিচার সামনে এসেছে। Realme P4 5G ও P4 Pro 5G ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। তবে এদের প্রসেসর ও কিছু ফিচারে পার্থক্য থাকবে।

Realme P4 5G ও P4 Pro 5G এর ক্যামেরা ফিচার

টিজার পোস্টার থেকে জানা গেছে যে, Realme P4 Pro 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি সেন্সর থাকবে, যা OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের OV50D ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরায় ৬০ এফপিএস-এ 4K ভিডিও ও ৩০ এফপিএস-এ HDR 4K ভিডিও রেকর্ড করা যাবে। কোম্পানির দাবি, এই মডেলে হাইপারশট আর্কিটেকচার, আল্ট্রা স্টেডি ভিডিও, এআই মোশন স্টেবিলাইজেশন, এআই ট্রাভেল স্ন্যাপ ও এআই ল্যান্ডস্কেপ ফিচার সাপোর্ট করবে।

এদিকে রিয়েলমি পি৪ ৫জি ফোনে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতেও 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা ও AI ক্যামেরা ফিচারগুলি থাকবে।

Realme P4 5G সিরিজের অন্যান্য ফিচার

আগে জানা গেছে, Realme P4 Pro 5G হ্যান্ডসেটটি চালিত হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট দ্বারা, সঙ্গে থাকবে হাইপারভিশন এআই জিপিইউ ও ৭,০০০ স্কোয়ার মিমি AirFlow VC কুলিং সিস্টেম। এটি মাত্র ৭.৬৮ মিমি পুরু হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, এতে ৯০ এফপিএস-এ আট ঘণ্টারও বেশি BGMI গেম খেলা সম্ভব।

প্রো মডেলের সামনে দেখা যাবে হাইপারগ্লো অ্যামোলেড 4D কার্ভড প্লাস ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০ প্লাস ও ৬,৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের সুরক্ষার জন্য এই ডিসপ্লে TÜV Rheinland-এর সার্টিফিকেশন সহ আসবে।

অন্যদিকে, Realme P4 5G ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ৫জি চিপসেট ও পিক্সেলওয়ার্ক প্রসেসিং চিপ। এতে ৬.৭৭ ইঞ্চি হাইপারগ্লো অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ৪,৫০০ নিটস ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

এতেও ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ২৫ মিনিটে প্রায় ৫০% চার্জ হবে।