Realme P4x 5G ভারতে দুর্দান্ত ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম বাজেটের মধ্যে

প্রত্যাশা মতোই Realme P4x 5G ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম শুরু হয়েছে ১৫,৪৯৯ টাকা থেকে। নতুন P সিরিজের স্মার্টফোনটি তিনটি রঙে এসেছে। আর এই হ্যান্ডসেটে পাওয়া যাবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা চিপসেট। এতে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট। শুধু তাই নয়, Realme P4x 5G ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং সহ এসেছে।

Realme P4x 5G এর ভারতে দাম, উপলব্ধতা

ভারতে Realme P4x 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা। এটি ম্যাট সিলভার, এলিগ্যান্ট পিঙ্ক এবং লেক গ্রিন কালার অপশনে পাওয়া যাবে।

লঞ্চ অফার হিসেবে রিয়েলমি পি৪এক্স ৫জি মডেলটি ১৩,৪৯৯ টাকা থেকে কেনা যাবে। এর প্রথম সেল ১০ ডিসেম্বর দুপুর ১২টায় Flipkart এবং Realme এর অনলাইন স্টোর থেকে শুরু হবে।

Realme P4x 5G এর স্পেসিফিকেশন, ফিচার

ডুয়েল সিমের Realme P4x 5G ডিভাইসটি রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। এতে আছে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি (১,০৮০x২,৪০০ পিক্সেল) এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত এবং পিক্সেল ডেন্সিটি ৩৯১ পিপিআই। এই ডিসপ্লে ১,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে।

পারফরম্যান্সের জন্য Realme P4x 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা চিপসেট, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এই হ্যান্ডসেটে ১৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটে IP64 রেটেড বিল্ড উপস্থিত। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ফ্রোজেন ক্রাউন কুলিং সিস্টেম মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিটি বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।