Realme ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট, কোন কোন মডেল পাবে Realme UI 7 আপডেট দেখুন

রিয়েলমি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। অবশেষে আসছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নতুন সফটওয়্যার আপডেট। সংস্থাটি ইতিমধ্যেই Realme UI 7.0 কাস্টম স্কিনের আপডেট নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে। নতুন আপডেট চলে আসার সাথে পাথে একাধিক রিয়েলমি ডিভাইস একেবারে নতুন রূপ পাবে। উল্লেখ্য, মার্চ মাসে Realme অ্যান্ড্রয়েড ১৬-এর বিটা ভার্সনের ‘আর্লি অ্যাক্সেস’ দেওয়া শুরু করেছিল। টেস্টিং শেষে এবার এর স্টেবল ভার্সন বিভিন্ন ফোনের জন্য রোলআউট করা হবে বলে জানা গেছে।

কোন কোন Realme ফোনে আসবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Realme UI 7.0 আপডেট

নতুন আপডেট আসার খবর আসতেই ফোন ব্যবহারকারীদের মনে একটা প্রশ্নই উঁকি দেয় যে, তাদের ডিভাইসটি যোগ্য কিনা। সেক্ষেত্রে বলি, রিয়েলমি এখনও অফিসিয়ালি কোন কোন স্মার্টফোনে আপডেট পৌঁছে দেবে তা নিশ্চিত করেনি, তবে গিজমোচায়না একটি সম্ভাব্য লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট তৈরি করা হয়েছে রিয়েলমির সফটওয়্যার আপডেট পলিসি ও বিগত বছরের ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে।

এই মডেলগুলিতে আসতে পারে Android 16 আপডেট

Realme GT সিরিজ

Realme GT 7, GT 7 Pro, GT 7 Pro Racing, GT 7T, GT 6, GT 6T, GT Neo 6, GT Neo 6 SE, GT 5, GT 5 240W, GT 5 Pro, GT 3

Realme নম্বর সিরিজ

Realme 14, 14 Pro, 14 Pro+, 14 Pro Lite, 14x, 14T, 13 (LTE/5G), 13+, 13 Pro, 13 Pro+, 12 (LTE/5G), 12+, 12 Pro, 12 Pro+, 12 Lite, 12x

Realme Narzo সিরিজ

Narzo 80 Lite, 80 Pro, 80x, 70, 70 Pro, 70x, 70 Turbo, Narzo N65

Realme Neo সিরিজ

Neo 7, 7 SE, 7 Turbo, 7x

Realme C সিরিজ

C75 (LTE/5G), C75x, C73, C71, C67 (LTE), C65 (LTE/5G), C63 (LTE/5G), C61

Realme P সিরিজ

P3, P3 Pro, P3 Ultra, P3x, P2 Pro, P1, P1 Pro, P1 Speed

Realme Note সিরিজ

Note 60, Note 60x

জানিয়ে রাখি, রিয়েলমি আগে জিটি সিরিজে তিনটি অ্যান্ড্রয়েড আপডেট দিত। জিটি ৭ সিরিজে থেকে তারা এখন চারটি আপগ্রেড দিতে শুরু করেছে। এরপরও রিয়েলমি প্রতিযোগীদের তুলনায় কিছুটা পিছিয়ে। কারণ নাথিং আর ওপ্পো পাঁচটি ওএস আপডেট দেয়, স্যামসাং আর গুগল দিচ্ছে সাতটি আপডেট।