মোবাইল

Smartphones: বাজেট ৮ থেকে ৯ হাজার টাকা, দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের এই দুই ফোন আপনার জন্য

Published on:

Realme smartphones between range 8-9 thousand rupees narzo c63 Narzo 50s prime

আপনি যদি একটি ভালো ক্যামেরা, বড় ব্যাটারি এবং ফাস্ট প্রসেসরের ফোন কিনতে চান এবং বাজেট প্রায় ৮-৯ হাজার টাকা হয়, তাহলে রিয়েলমির দুটি স্মার্টফোন আপনি বেছে নিতে পারেন। এই দুই ফোন হল Realme Narzo 50A Prime এবং Realme C63 4G। অ্যামাজনে ডিভাইস দুটি লোভনীয় ডিল সহ পাওয়া যাচ্ছে। আসুন এগুলি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Realme C63 এর দাম

WhatsApp Community Join Now

রিয়েলমি সি৬৩ এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে এবং এটি ৪৮ মাস ধরে ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে। অ্যামাজনে ফোনটি ৭,৭৩৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে।

Realme C63 এর ফিচার

রিয়েলমি সি৬৩ ফোনে আছে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল। এতে UNISOC T612 SOC চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

Realme Narzo 50A Prime এর দাম

বড় ডিসপ্লের রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটি অ্যামাজন থেকে ৮,৮৩৭ টাকায় কেনা যাবে। আর অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের সাথে ৭৫০ টাকার অফার রয়েছে। ফ্ল্যাশ ব্ল্যাক ও ফ্ল্যাশ ব্লু কালারে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি।

Realme Narzo 50A Prime এর বিশেষ ফিচার

রিয়েলমী নারজো ৫০এ প্রাইম ফোনে ৬.৬ ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, এই স্মার্টফোনে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ দ্বিতীয় এবং তৃতীয় ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল এআই সেন্সর। ব্যাটারির কথা বললে, ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন