ছবি এডিটের দুনিয়া বদলে দিচ্ছে Realme, মুখে বলেই হবে ফটো ফিনিশিং, AI Edit Genie ফিচারের চমক

ছবি তোলার পর আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোডের আগে সেটা এডিট করি। ফিল্টার লাগানো, স্কিন টোন ঠিক করা, ব্যাকগ্রাউন্ড ঝকঝকে করা, এই সব কাজ করতে অনেক সময় লেগে যায় আমাদের। এতদিন এসবের জন্য নানা রকম অ্যাপ ব্যবহার করতে হতো। তবে এবার থেকে আর বিভিন্ন অ্যাপের প্রয়োজন হবে না। শুধু মুখে বললেই ছবি এডিট হয়ে যাবে! হ্যাঁ, ঠিক শুনছেন। Realme নিয়ে এসেছে AI Edit Genie নামের এক অভিনব ফিচার।
Realme 15 সিরিজে থাকবে AI Edit Genie ফিচার
এই নতুন ফিচারটি রিয়েলমি ১৫ সিরিজে থাকবে এবং দাবি করা হচ্ছে, এটি ভারতের প্রথম ভয়েস-ভিত্তিক ফটো এডিটিং টুল হবে। ফটো এডিটের জন্য ব্যবহারকারীকে শুধু মুখে বলতে হবে, যেমন তারা কমান্ড দিতে পারে, “স্কিনটা একটু স্মুথ করো”, “সিনেমাটিক ফিল্টার দাও” বা “এই লোকটিকে ব্যাকগ্রাউন্ড থেকে সরাও,” এরপর AI নিজে থেকেই সেই কাজ করে দেবে। এই ফিচারটি মূলত তরুণ ইউজারদের কথা মাথায় রেখে আনা হচ্ছে।
কীভাবে কাজ করবে AI Edit Genie ফিচার
এআই এডিট জিনি সম্পূর্ণ ভয়েস-চালিত এডিটিং সিস্টেম। এই ফিচারের কারণে আর আলাদা করে কোনও থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না বা স্ক্রিনে বারবার হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধু কথা বললেই ছবি এডিট হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন, “পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু উজ্জ্বল করো”, তাহলে মুহূর্তের মধ্যেই সে অনুযায়ী বদল দেখা যাবে ছবিতে।
রিয়েলমির এআই এডিট জিনি টুলটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP)-এর সমন্বয়ে তৈরি, যার ফলে শুধু কথা শুনেই তার অর্থ বুঝে অ্যাকশন নিতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো, আপনি রিয়েল-টাইমেই দেখতে পাবেন কী পরিবর্তন হচ্ছে ছবিতে। আর যদি কোনো এডিট আপনার পছন্দ না হয়, তাহলে আবার বললেই সেটা বদলে দেওয়া সম্ভব।
এই টুলে অবজেক্ট রিমুভাল ফিচারও পাওয়া যাবে, যা AI-এর সাহায্যে কোনও অবাঞ্ছিত জিনিস বা ব্যক্তিকে ছবি থেকে মুছে দিতে পারবে। রিয়েলমি জানিয়েছে, ভবিষ্যতে এই AI Edit Genie-তে একাধিক ভাষার সাপোর্টও যোগ করা হবে। অর্থাৎ, শুধুই ইংরেজি বা হিন্দি নয়, স্থানীয় ভাষাতে কথা বললেও ছবি এডিট করা যাবে।