বর্তমানে, স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে বেশি মনোযোগ দিচ্ছে ব্র্যান্ডগুলি। ডিজিটাল ক্যামেরার পারফরম্যান্সের সমান করতে চাইছে ফোনের ক্যামেরাকে। এই দৌড়ে বড় চমক আনতে চলেছে Realme। এদিন, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ ইভেন্টে এক অভিনব কনসেপ্ট প্রকাশ করেছে চীনের সংস্থাটি। রিয়েলমির দাবি, তাদের নতুন স্মার্টফোন মিররলেস ক্যামেরা (Mirrorless Camera) হিসাবে ব্যবহার করা যাবে। থাকবে ১ ইঞ্চি সেন্সর এবং ইন্টারচেঞ্জেবল লেন্স কনসেপ্ট।
বেশিরভাগ মিররলেস এবং ডিএসএলআর ক্যামেরার মতো, রিয়েলমি ইন্টারচেঞ্জেবল লেন্স কনসেপ্ট, বিভিন্ন ফোকাল লেন্থের লেন্স সমর্থন করে, যার ফলে ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে ক্যামেরার কর্মক্ষমতা সামঞ্জস্য করা যাবে। অনেকটা পেশাদার ক্যামেরার মতো। যদিও এটি ১ ইঞ্চি সেন্সর যুক্ত প্রথম ফোন নয়, বরং একটি কাস্টমাইজড ১ ইঞ্চি সনি সেন্সর এবং একটি ডিটেচেবল লেন্স সিস্টেমের সংমিশ্রণ, যা ব্যবহারকারীদের আরও ভালো ছবি এবং ভিডিয়ো ক্যাপচার করতে সাহায্য করবে।
এক্স হ্যান্ডেলে রিয়েলমির পোস্ট,
Let’s take a look back at a big moment from realme’s Launch Event at MWC 2025, where the Interchangeable-Lens Concept went head-to-head with the iPhone in a photography showdown. Who came out on top?
#realmeMWC2025 #TechDrivesStyleThrives pic.twitter.com/F2CR1gAnuu— realme Global (@realmeglobal) March 3, 2025
এই কনসেপ্টে ৭৩ মিলিমিটার f/১.৪ লেন্স এবং একটি ২৩৪ মিলিমিটার f/১.৫ টেলিফটো লেন্স রয়েছে। আপাতত, এটি একটি কনসেপ্ট হিসাবে প্রকাশ করেছে রিয়েলমি। বাণিজ্যিকভাবে লঞ্চের বিষয়টি এখনও নিশ্চিত করেনি সংস্থা। এই সব ছাড়াও, ফোনটিতে একটি নিয়মিত আল্ট্রা-ওয়াইড এবং ওয়াইড-এঙ্গেল ক্যামেরাও থাকবে, যা যেকোনও স্মার্টফোনে ক্যামেরা সিস্টেমের মতো কাজ করবে।
প্রসঙ্গত, সম্প্রতি Xiaomi 15 সিরিজের একটি কাস্টমাইজড মডেলও প্রদর্শন হয়েছে, যার মধ্যে একটি চৌম্বকীয় ক্লিপ-অন ক্যামেরা সিস্টেম যোগ করেছে সংস্থা। এই ক্যামেরায় দেওয়া হয়েছে /১.৪ লেন্সের সাথে একটি বড় মাইক্রো ফোর থার্ডস সেন্সর।