ভারতের প্রথম AI-চালিত ফিচার ফোন itel Super Guru 4G Max লঞ্চ হল, দাম মাত্র ২,০৯৯ টাকা

যারা স্মার্টফোন ব্যবহার করতে চান না, কিন্তু অল্প সল্প স্মার্ট ফিচারের স্বাদ নিতে চান তাদের জন্য লঞ্চ হল itel Super Guru 4G Max। কোম্পানির দাবি এটি ভারতের প্রথম AI-চালিত ফিচার ফোন। এর দাম রাখা হয়েছে ২,০০০ টাকার কাছাকাছি। এই ফিচার ফোনে পাওয়া যাবে ভয়েস কন্ট্রোল, টাইপ সি চার্জিং পোর্ট, বড় ডিসপ্লে ও VGA ক্যামেরা সেন্সর। আসুন itel Super Guru 4G Max এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
itel Super Guru 4G Max এর দাম ও ওয়ারেন্টি
আইটেল সুপার গুরু সিরিজের এই ফিচার ফোনের দাম ২,০৯৯ টাকা। এটি অনলাইন বা অফলাইন স্টোর থেকে কেনা যাবে। ক্রেতারা এই ডিভাইসের সাথে ১৩ মাসের ওয়ারেন্টি ও ১১১ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন।
itel Super Guru 4G Max এর ফিচার ও স্পেসিফিকেশন
itel Super Guru 4G Max ডিভাইসে আছে ভয়েস কন্ট্রোল ফিচার। ফলে মুখে বলে কল করা যাবে, মেসেজ পাঠানো বা পড়া যাবে, অ্যালার্ম সেট করা যাবে, এমনকি মিউজিক চালানো থেকে শুরু করে ক্যামেরা ওপেন করা যাবে। এবং এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিন্দি এবং ইংরেজি ভাষাতে কাজ করবে।
এই ফোনে আছে ৩ ইঞ্চি ডিসপ্লে, যেটা সাধারণ ফিচার ফোনের তুলনায় যথেষ্ট বড়। এতে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ২০০০ এমএএইচ ব্যাটারি, যা টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ করা যাবে। এতে ডুয়েল 4G সিম সাপোর্ট করবে। আর মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ফ্ল্যাশ সহ VGA সেন্সর। এতে ব্লুটুথ কানেক্টিভিটিও উপস্থিত। আবার এই ফিচার ফোনে ২০০০ কনট্যাক্ট সেভ করার সুবিধা পাওয়া যাবে।
এর আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল King Voice ফিচার। এতে টেক্সট-টু-স্পিচ সিস্টেম আছে, যা মেসেজ বা টেক্সটকে বাংলা-সহ ১৩টি ভারতীয় ভাষায় পড়ে শোনাতে পারে। এছাড়া এই ফোনে BBC নিউজ ও হেডলাইন আপডেট সরাসরি পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে অটো কল রেকর্ডিং, ওয়্যারলেস FM রেডিও (রেকর্ডিংসহ) এবং মিউজিক ও ভিডিও প্লেয়ার।