এই ১১টি Realme ফোনে আসছে Realme UI 7.0 বিটা আপডেট, আবেদন করবেন কীভাবে

Realme ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সংস্থাটি সম্প্রতি Realme UI 7.0 ক্লোজড বিটা রিক্রুটমেন্টের ১০ম রাউন্ডের ঘোষণা করেছে। এই নতুন রাউন্ডে ১১টি স্মার্টফোন যুক্ত আছে। যার রয়েছে Narzo সিরিজের কিছু জনপ্রিয় মডেল, P-সিরিজের ফোন এবং নম্বর সিরিজের কয়েকটি ডিভাইস। যারা নতুন ফিচার আগে ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে আকর্ষণীয় আপডেট।
এই স্মার্টফোনের জন্য শুরু হচ্ছে Realme UI 7.0 ক্লোজড বিটা
Realme গতকাল কমিউনিটি ফোরামে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোন কোন ফার্মওয়্যার ভার্সনে থাকলে ফোনটি বিটা প্রোগ্রামের জন্য যোগ্য হবে।
কোন কোন ফোন পাচ্ছে Realme UI 7.0 বিটা আপডেট
এই রাউন্ডে যে ১১টি ফোন বিটা প্রোগ্রামে ঢুকেছে, সেগুলি হল:
- Realme 15 Lite 5G – RMX5000_15.0.0.1360
- Realme 13 Pro+ 5G – RMX3921_15.0.0.1400
- Realme 13 Pro 5G – RMX3990_15.0.0.1400
- Realme 13+ 5G – RMX5000_15.0.0.1360
- Realme 12+ 5G – RMX3867_15.0.0.1300
- Realme P2 Pro 5G – RMX3987_15.0.0.1400
- Realme P1 5G – RMX3870_15.0.0.1300
- Realme P1 Speed 5G – RMX5004_15.0.0.1360
- Realme Narzo 70 Turbo 5G – RMX5003_15.0.0.1360
- Realme Narzo 70 Pro 5G – RMX3868_15.0.0.1300
- Realme Narzo 70 5G – RMX3869_15.0.0.1300
স্লট সীমিত, দেরি করলে মুশকিল
Realme জানিয়েছে, প্রতিটি মডেলের জন্য মাত্র ২,০০০টি করে বিটা স্লট রাখা হয়েছে। আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং স্লট পূর্ণ না হওয়া পর্যন্ত খোলা থাকবে। অভিজ্ঞতা বলছে, এই ধরনের বিটা স্লট খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই আগ্রহ থাকলে দেরি না করাই ভালো।
Realme UI 7.0 বিটার জন্য আবেদন করবেন কীভাবে
প্রথমে নিশ্চিত করুন আপনার ফোন উপরের উল্লেখিত ফার্মওয়্যার ভার্সনে চলছে। ডিভাইসের সেটিংস অপশনের About Device সেকশনে গিয়ে এটি দেখে নিতে পারবেন। এরপর ডেভেলপার অপশন চালু করতে হবে। তার জন্য About Device-এ গিয়ে Build Version-এর উপর টানা সাতবার ট্যাপ করুন।
ডেভেলপার অপশন চালু হলে আবার সেটিংস থেকে About Device-এ যান। উপরের দিকে থাকা Realme UI 7.0 ব্যানারে ট্যাপ করুন। এরপর ডানদিকে থাকা তিন ডট মেনু থেকে Beta Program নির্বাচন করুন। Early Access অপশনে গিয়ে Apply Now-এ ট্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পূর্ণ করুন।

