মোবাইল

নতুন ফোন লঞ্চ হতেই 2600 টাকা সস্তা Redmi 13C 5G, এখন কিনুন 10 হাজার টাকার কমে

Published on:

Redmi 13c 5g price in india cut rs 2600 after 14c 5g launch now under 10000

আপনি যদি কম দামে একটি দুর্দান্ত 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে Redmi 13C 5G নিতে পারেন। এটি সম্প্রতি ভারতে আসা Redmi 14C 5G এর আগের মডেল। নতুন ফোন আসতেই সংস্থাটি এর পুরানো মডেলের অর্থাৎ Redmi 13C 5G এর দাম কমিয়ে দিয়েছে। ফ্লিপকার্টে এই ডিভাইসটি প্রায় 2500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এটি রেডমির সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলির মধ্যে একটি, প্রথম সেলে রেডমি 13C সিরিজের 3 লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল।

Redmi 13C 5G বাম্পার ডিসকাউন্টে কিনুন

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে রেডমি 13C 5G ফোনটি 2,684 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর 6 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট 12,499 টাকায় লঞ্চ হয়েছিল। তবে ছাড়ের পর এখন এটি ফ্লিপকার্টে 9,813 টাকায় বিক্রি হচ্ছে। আবার আপনি ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে রেডমি 13C 5G কিনলে 5% ক্যাশব্যাক পেতে পারেন।

WhatsApp Community Join Now

Redmi 13C 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি 13C 5G ফোনে 90Hz রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, 600 নিটস পিক ব্রাইটনেস সহ 6.74-ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Mali-G57 MC2 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

হ্যান্ডসেটটি 8 জিবি পর্যন্ত LPDDR4 র‌্যাম এবং 256 জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে এক্সটেন্ডেবল র‌্যামও সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সাপোর্ট করবে। যেখানে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন