Redmi 15C 5G সস্তায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

Redmi 15C 5G বৃহস্পতিবার বাজেট রেঞ্জে লঞ্চ হল। ফোনটির দাম রাখা হয়েছে প্রায় ১৫,০০০ টাকা। আপাতত ডিভাইসটি ইউরোপে পাওয়া যাচ্ছে। এর আগে এই মডেলের 4G ভার্সন বাজারে এসেছিল। Redmi 15C 5G হ্যান্ডসেটে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এতে আইপি৬৪ রেটিং এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi 15C 5G এর দাম ও লভ্যতা

Redmi 15C 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫০ ইউরো, যা প্রায় ১৫,৫০০ টাকার সমান। যদিও ফোনটির ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য এখনও সামনে আসেনি। উল্লেখ্য, Redmi 15C এর 4G ভার্সনের দাম ১৩০ ইউরো (প্রায় ১৩,৫০০ টাকা)। নতুন স্মার্টফোনটি পোল্যান্ড, ফ্রান্স, স্পেন এবং হাঙ্গেরি দেশে এই মুহূর্তে বিক্রির জন্য উপলব্ধ।

Redmi 15C 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের রেডমি ১৫সি ৫জি হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এটি ৬ এনএম প্রক্রিয়ার উপর নির্মিত, যার দুটি পারফরম্যান্স কোর ২.৪ গিগাহার্টজ এবং ছয়টি এফিসিয়েন্সি কোর ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড অফার করে। ডিভাইসটির সামনে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১৫সি ৫জি মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে (যদিও বাক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত নেই)।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। Redmi 15C 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে আইপি৬৪ ওয়াটারপ্রুফ রেটিং, এনএফসি, হেডফোন জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।