Redmi 15C 5G এর সেল শুরু, বাজেট সেগমেন্ট ৬,০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহ পর এবার Redmi 15C 5G এর সেল শুরু হল। অ্যামাজন এবং কোম্পানির ওয়েবসাইট থেকে ডিভাইসটি কেনা যাবে। এই বাজেট স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে এবং এটি ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত। এই স্মার্টফোনে পাওয়া যাবে ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ ও ৮ জিবি পর্যন্ত র্যাম। কোম্পানি জানিয়েছে যে, Redmi 15C 5G ডিভাইসে দুই বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট আসবে।
ভারতে Redmi 15C 5G এর দাম, সেল
ভারতে Redmi 15C 5G এর দাম শুরু হচ্ছে ১২,৪৯৯ টাকা থেকে, এই মূল্য ফোনটির ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের। আর এর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। এদিকে টপ-অফ-দ্য-লাইন ৮ জিবি র্যাম অপশন কিনতে খরচ হবে ১৫,৪৯৯ টাকা।
রেডমি ১৫সি ৫জি ডাস্ক পার্পল, মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু কালার অপশনে এসেছে।
Redmi 15C 5G এর স্পেসিফিকেশন, ফিচার
রেডমি ১৫সি ৫জি এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১,৬০০ পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলে এবং পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।
Redmi 15C 5G এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ডিভাইসে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেট ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৪ রেটিং আছে।

