গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত ভাবে Redmi 15C ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। ফলে বলতে দ্বিধা নেই যে ডিভাইসটি শীঘ্রই বাজারে পা রাখবে। যদিও শাওমির তরফ থেকে এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে তার আগে ইতালির ই-কমার্স সাইট Epto তে তালিকাভুক্ত হল Redmi 15C। এখান থেকে আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন থেকে দাম, এমনকি ছবি পর্যন্ত ফাঁস হয়েছে। ফোনটি আগের মতোই বাজেট রেঞ্জে আসবে। এটি চারটি কালার অপশনে পাওয়া যাবে।
রিটেল সাইট থেকে জানা গেছে, Redmi 15C ডিভাইসটি মিডনাইট গ্রে, ব্লু, গ্রিন ও টুইলাইট অরেঞ্জ কালার অপশনে পাওয়া যাবে। আর এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হবে ১৩৩.৯০ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৪০০ টাকার সমান। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫৪.৯০ ইউরো (প্রায় ১৫,৫০০ টাকা।)
রেডমির এই ফোনের সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ, যার মধ্যে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ, যদিও দ্বিতীয় সেন্সরটি সম্পর্কে কিছু জানা যায়নি।
ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি ৪ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 15C মডেলে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেখানে আগের মডেলে ছিল ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট। কোম্পানির দাবি, ফুল চার্জে এটি ৭৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে।
এর অন্য ফিচারের মধ্যে থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি সাপোর্ট, আর IP64 রেটিং। ফোনটির ওজন ২০৫ গ্রাম এবং পরিমাপ ১৭৩ x ৮১ x ৮.২ মিমি হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.